Srabanti Chatterjee : অন্তরঙ্গ দৃশ্যের পর শ্রাবন্তী বললেন, ‘আমি আপ্লুত’

Srabanti Chatterjee : অন্তরঙ্গ দৃশ্যের পর শ্রাবন্তী বললেন, ‘আমি আপ্লুত’
Srabanti Chatterjee : অন্তরঙ্গ দৃশ্যের পর শ্রাবন্তী বললেন, ‘আমি আপ্লুত’


অন্তরঙ্গ দৃশ্যের পর শ্রাবন্তী বললেন, ‘আমি আপ্লুত’


টালিউড প্রতিবেদক: সদ্য মুক্তি পাওয়া নতুন দুই সিনেমায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ভিন্নভাবে আবিষ্কার করেছেন দর্শক। সিনেমায় আইটেম গান ও অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন শ্রাবন্তী।



‘আড়ি’ ও ‘আমার বস’—দুই ছবিতেই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন শ্রাবন্তী। অনেক দিন পর ‘আড়ি’ ছবিতে আইটেম গানে নাচলেন শ্রাবন্তী। ইতিমধ্যেই শ্রাবন্তীর ‘ডাকাত পড়েছে’ আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।



পাশাপাশি ‘আমার বস’ ছবিতে শ্রাবন্তী ধরা দিলেন সাহসী দৃশ্যে। অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ছবিতে শ্রাবন্তীর অন্তরঙ্গ মুহূর্ত নিয়েও আলোচনা হচ্ছে। তাঁকে পর্দায় এর আগে এমন দৃশ্যে দেখা যায়নি।


অভিনেত্রী বলছেন, এই দৃশ্যে অভিনয় নিয়ে সংশয়ে ভোগেননি তিনি। ‘আমার বস’ ছবির ‘মালাচন্দন’ গানটিতে শ্রাবন্তী ও শিবপ্রসাদের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতাটি নায়িকার পিঠে লিখলেন পরিচালক।

সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আমি আপ্লুত। শুধু তা-ই নয়, কাজটা করার সময় এক ফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার ওপর জয় গোস্বামীর কবিতা, কী বলব আর।’

একইভাবে ‘ডাকাত পড়েছে’ গানটি দর্শকদের ভালো লাগছে দেখে খুশি শ্রাবন্তী।

হাঙ্গামা/শিমু
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url