Review : গোলাম মামুন কি এবারের ঈদের সেরা সিরিজ? কারা চালায় হুকুমত?
জনরাঃ ক্রাইম থ্রিলার
পরিচালকঃ শিহাব শাহিন
প্রযোজকঃ হইচই বাংলাদেশ
গল্পঃ অয়ন চক্রবর্তী
চিত্রনাট্য: মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীন
অভিনয়শিল্পী: জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, নাজমুস সাকিব, ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা, রাশেদ মামুন, নাফিস আহমেদ প্রমুখ।
ভাষা: বাংলা
মুক্তি: ১৩ জুন ২০২৪/ হইচই
রেটিংঃ ৯/১০ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐☆
Review : গোলাম মামুন কি এবারের ঈদের সেরা সিরিজ? কারা চালায় হুকুমত? |
Review : গোলাম মামুন কি এবারের ঈদের সেরা সিরিজ? কারা চালায় হুকুমত?
গোলাম মামুন কি এবারের ঈদের সেরা সিরিজ?
প্রধান চরিত্র এক হলেও ‘বুকের মধ্যে আগুন’ ও ‘গোলাম মামুন’–এর নির্মাণশৈলীতে আকাশ–পাতাল তফাৎ। এর কৃতিত্ব পরিচালক শিহাব শাহীনকে দিতেই হয়। গোলাম মামুনের চরিত্রটিকে নতুন করে নির্মাণ করেছেন তিনি এবং এর নতুন রূপ উপভোগ্য হয়েছে।
কোনো ভণিতা নেই। যে ধরনের গল্প বলার আশ্বাস দেওয়া হয়েছিল, প্রথম পর্ব থেকেই তার ভেতরে ঢুকে যাওয়া হলো। এরপর সেই টান টান উত্তেজনা বজায় থাকল শেষ পর্ব পর্যন্ত। বরং শুরুর তুলনায় শেষে যেন শিহরণ আরও বাড়ল। আর সেই আগ্রহ বজায় রেখেই যবনিকা পতন হলো ফের শুরু করার প্রতিশ্রুতি দিয়ে। একেবারে নিখুঁত ওয়েব সিরিজ যাকে বলে!
বলা হচ্ছিল ‘গোলাম মামুন’ নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই–এ সম্প্রতি এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে। ঈদ উপলক্ষেই নির্মাণ, তবে ঈদের বেশ কিছুদিন আগেই দর্শকদের সামনে হাজির হয়েছে গোলাম মামুন। এর আগে একই প্ল্যাটফর্মে ‘বুকের মধ্যে আগুন’ নামের একটি সিরিজ মুক্তি পেয়েছিল। তারই প্রধান চরিত্র ছিল পুলিশ কর্মকর্তা গোলাম মামুন। সেই চরিত্রটিকে ঘিরেই এবার নতুন করে সিরিজ বানিয়েছেন শিহাব শাহীন। এবারের গল্প ‘বুকের মধ্যে আগুন’–এর পরের সময়কালের।
হইচই বলছে, ‘গোলাম মামুন’ একটি থ্রিলার সিরিজ। গল্প সম্পর্কে বলা হয়েছে, ‘জোড়া খুনের তদন্তে প্রধান অভিযুক্ত মামুন মুখোমুখি হয় এক সিরিয়াল কিলারের। বিভীষিকাময় অতীতের বিমুখে আইনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কি মামুন পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে?’
এখানে সিরিয়াল কিলিংয়ের কথা বলা হলেও ঠিক সিরিয়াল কিলিং নামক শব্দবন্ধের রুপায়ন পর্দায় মেলেনি। তবে তাতে কিছু যায় আসেনি। এই লেখার শুরুতে যেভাবে বলা হয়েছে, সেই দুরন্ত গতিতেই যাত্রা আরম্ভ ‘গোলাম মামুন’–এর। প্রথম পর্বই যথেষ্ট একজন দর্শককে বাকি সাতটি পর্ব দেখতে আগ্রহী করে তোলার জন্য। প্রথম দিকে গোলাম মামুন নামের কেন্দ্রীয় চরিত্রটি নিজেকে নির্দোষ প্রমাণের সংগ্রামই চালিয়ে যায় কেবল। চেষ্টা করে নিজের পক্ষে আলামত ও প্রমাণ সংগ্রহের। সহকর্মীদের সহায়তাও চাইতে থাকে। কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যায়, ষড়যন্ত্রের জাল আসলে আরও বিস্তৃত। সেই জালে আটকে আছে অনেকে।
একটি কথা বলতেই হয় যে, প্রধান চরিত্র এক হলেও ‘বুকের মধ্যে আগুন’ ও ‘গোলাম মামুন’–এর নির্মাণশৈলীতে আকাশ–পাতাল তফাৎ। এর কৃতিত্ব পরিচালক শিহাব শাহীনকে দিতেই হয়। গোলাম মামুনের চরিত্রটিকে নতুন করে নির্মাণ করেছেন তিনি এবং এর নতুন রূপ উপভোগ্য হয়েছে। পুরো সিরিজের সবচেয়ে বড় সফলতা এর গল্পটি। লিখেছেন অয়ন চক্রবর্তী। গল্পের বুনোট টান টান। ফলে কখনোই বিরক্তিবোধ হয়নি। বরং কোনো দৃশ্যে গল্পের বয়ে চলায় একটু খাপছাড়া বোধ হলেও, পরের দৃশ্যের তুমুল চমক সেটিকে উড়িয়ে দিয়েছে। সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো ছিল, ক্যামেরার কাজও বেশ। সব মিলিয়ে ওটিটির সিরিজ হিসেবে বেশ ভালো প্যাকেজ ‘গোলাম মামুন’।
এই সিরিজে নামভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। এক কথায়, অভিনয়ে নিজের তৈরি করা এতদিনের চিরচেনা ইমেজ থেকে পুরোপুরি বের হয়ে এসেছেন অপূর্ব। তাঁর এই রূপান্তর দারুণ। পুরো সিরিজজুড়েই তাঁর অভিনয়ের দক্ষতা পরিলক্ষিত হয়েছে।
এছাড়া বিভিন্ন চরিত্রে আরও ছিলেন সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, নাজমুস সাকিব, ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা, রাশেদ মামুন অপু, নাফিজ আহমেদ প্রমুখ। সবাই তাল মিলিয়ে ভালোই পারফর্ম করেছেন। বিশেষ করে বলতেই হয় সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ ও নাজমুস সাকিবের কথা। বর্ষণ ও সাকিব খুবই সাবলীল ছিলেন। সাবিলা নতুন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবার এবং তিনি তা বিশ্বাসযোগ্য করে পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন। সব মিলিয়ে অভিনয়ের নৈপুণ্যের দিক থেকে ‘গোলাম মামুন’ বেশ ভারসাম্যপূর্ণ।
পুরো সিরিজটিকে দুই ভাগে ভাগ করাই যায়। একটি হলো, ১ থেকে ৫ পর্ব পর্যন্ত। আর অন্যটি হলো, ৬ থেকে ৮ পর্ব পর্যন্ত। শেষের ভাগেই মূলত গল্প আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে, ধাক্কাও দেয় ভালোমতো। আগের ভাগে তাও চোখ সরিয়ে কিছু সময়ের জন্য এদিক–সেদিক করতে পারবেন, তবে ৬–৮ পর্ব দেখার সময় চোখ ফেরানো সম্ভবই নয়। এই সময় উঠে আসে ‘হুকুমত’ প্রসঙ্গ। আর বড় হয়ে ওঠে এই প্রশ্নটি—‘কারা চালায় হুকুমত?’
অষ্টম পর্বের শেষ দৃশ্যেই দ্বিতীয় সিজন নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে ‘গোলাম মামুন’। এতটুকু বলাই যায় যে, ভালো থ্রিলার সিরিজ হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে ‘গোলাম মামুন’। দেখলে সময় নষ্ট তো হবেই না, বরং অবসর সময়টা কাটবে জমজমাটই। এবারের ঈদের সেরা সিরিজ ‘গোলাম মামুন’ কিনা, সেই প্রশ্নের উত্তরে ইতিবাচক হতে তাই দোষ নেই।
লিখেছেন সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক অর্ণব সান্যাল