Kangana Ranaut : চড় খেয়ে রাজনীতি শুরু কঙ্গনার
Kangana Ranaut : চড় খেয়ে রাজনীতি শুরু কঙ্গনার |
চড় খেয়ে রাজনীতি শুরু কঙ্গনার
নিজস্ব প্রতিবেদক: সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে ভারতের হিমাচল প্রদেশের মাণ্ডি আসন থেকে বিজেপির টিকিটে বিপুল ভোটে জয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সাংসদ হিসেবে এখনো শপথ নেওয়া হয়নি তার। এর আগেই হলো ছন্দপতন। বিমানবন্দরের সিআরপিএফ মহিলা পুলিশের হাতে চড় খেয়েছেন এই অভিনেত্রী-সাংসদ।
বৃহস্পতিবার সংসদ ভবনে যাওয়ার উদ্দেশ্যে চণ্ডীগড় থেকে বিমানে করে দিল্লি যান কঙ্গনা। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে চণ্ডীগড় বিমানবন্দরেই ঘটে অনাকাক্সিক্ষত ঘটনাটি। জানা গেছে, অই মহিলা পুলিশের নাম কুলবিন্দর কৌর।
চণ্ডীগড় বিমানবন্দরের পুলিশ সূত্রে জানা যায়, বছর খানেক আগে ভারতের আলোচিত কৃষকদের আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছিলেন কঙ্গনা রানাউত। করেছিলেন বিতকৃত মন্তব্য। যা মানসিকভাবে আহত করেছিলো কৃষক পরিবারের সন্তান কুলবিন্দর কৌরকে। অভিনেত্রীকে সামনে পেয়ে সেই ক্ষোভেরই বহিপ্রকাশ ঘটিয়েছেন ওই মহিলা পুলিশ।
আরো জানা গেছে, অভিনেত্রী যখন বিমানবন্দরের ভেতরে ঢোকেন, তখন মহিলা কনস্টেবল কুলবিন্দর ডিউটিতেই ছিলেন। অভিনেত্রীকে দেখা মাত্রই রেগে যান তিনি। তখনই সে কঙ্গনাকে চড় মেরে বসেন। এতে কঙ্গনা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ফ্লাইটে উঠে পড়েন। পাশাপাশি জানিয়েছেন, এই ঘটনায় তিনি কঠোর পদক্ষেপ নেবেন।
কঙ্গনার চড় খাওয়ার ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, ‘চড় খেয়ে রাজনৈতিক যাত্রা শুরু করলেন, ভবিষ্যতে আরও কি দেখার বাকি আছে তার, তা সময়ই বলবে।’
উল্লেখ্য, কঙ্গনা রানাউত বলিউডের একজন বিতর্কিত নাম। এর আগে বিজেপির সমর্থনে কথা বলে একাধিকবার বিপাকে পড়েছেন তিনি। এছাড়াও তার নানা বিতর্কিত মন্তব্য মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে তোলপাড় তৈরি করেছে। আর তার এই স্বভাবের জন্যে একাধিকবার তার সমাজিকমাধ্যম একাউন্টও ব্যান হয়ে যায়।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা