Laapataa Ladies : বউ বদলের গল্পে কে এই দুই বউ?

Laapataa Ladies : বউ বদলের গল্পে কে এই দুই বউ?
Laapataa Ladies : বউ বদলের গল্পে কে এই দুই বউ?


বউ বদলের গল্পে কে এই দুই বউ?


নিজস্ব প্রতিবেদক: [২] ২০১১ সালে ‘ধোবি ঘাট’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। তারপর কেটে গেছে ১৩ বছরের বেশি সময়। দীর্ঘ বিরতির পর ‘লাপাতা লেডিস’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে রুপালি পর্দায় ফিরেছেন কিরণ। আর ফিরেই হইচই ফেলে দিয়েছেন এই নির্মাতা। ছবিটি প্রযোজনা করেছেন আমির খান।

নির্মল প্রদেশ নামে এক প্রত্যন্ত গ্রাম থেকে ‘লাপাতা লেডিস’ সিনেমার কাহিনির শুরু। ভিড়ে ঠাসা ট্রেনে যাত্রা করে কয়েকটি নবদম্পতি। সব নববধূর পরনে লাল শাড়ি আর অলঙ্কার। লম্বা ঘোমটা টানা এসব কনেদের চেনা কঠিন। এ অঞ্চলের বধূরা নিজের স্বামী ছাড়া অন্য পুরুষকে মুখ দেখানো মানেই চূড়ান্ত সামাজিক অবক্ষয়। তাই ঘোমটা সরানোর স্পর্ধা কারো নেই।

এই ট্রেনের যাত্রী নবদম্পতি দীপক কুমার আর ফুল কুমারী। মধ্যরাতে ঘুমচোখে দীপক অন্যের বউকে নিজের বউ ভেবে ট্রেন থেকে নিয়ে নেমে যায়। ঘোমটার কারণে বাধে বিপত্তি। সহজ-সরল, ভোলাভালা ফুল কুমারী ট্রেনে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। অন্যদিকে, দীপক জয়াকে নিজের বউ ভেবে বাড়িতে নিয়ে যায়। মূলত, গল্পটা এখান থেকেই শুরু।

এ সিনেমার গল্প মূলত এই তিন চরিত্রকে ঘিরে এগিয়েছে। দীপক চরিত্রে অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, ফুল কুমারি চরিত্রে নীতাংশি গোয়েল ও জয়া চরিত্র রূপায়ন করেছেন প্রতিভা রাংটা। এই তিনজনই প্রায় অচেনা মুখ। কিন্তু দারুণভাবে দর্শকদের নজর কেড়েছেন তারা। স্পর্শ শ্রীবাস্তবের পাশাপাশি নীতাংশি ও প্রতিভা তাদের অভিনয় গুণে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছেন। কিন্তু কে এই প্রতিভা ও নীতাংশি? তাদের পরিচয় নিয়ে ব্যপক আগ্রহ নেটিজেনদের।

২০০০ সালের ১৭ ডিসেম্বর হিমাচল প্রদেশের শিমলায় জন্মগ্রহণ করেন প্রতিভা রাংটা। কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি স্কুল থেকে স্কুলজীবন শেষ করেন। পরবর্তীতে মুম্বাইয়ের উষা প্রবীণ গান্ধি কলেজ অব ম্যানেজমেন্ট থেকে ফিল্মমেকিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর শিমলাতে থিয়েটার আর্টিস্ট ও নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন প্রতিভা। পরবর্তীতে মডেলিং এবং অভিনয়ের জন্য ফের মুম্বাই পাড়ি জমান। সুন্দরী প্রতিযোগিতা ‘মিস মুম্বাই ২০১৮’ বিজয়ী হন প্রতিভা। ২০২০ সালে জিটিভিতে প্রচারিত ‘কুরবান হুয়া’ সিরিজে অভিনয় করেন তিনি। ‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয়ের আগে ‘আধা ইশক’ সিরিজেও অভিনয় করেন।

সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকার প্রতিভা বলেন, ‘আমি বড় পর্দায় কাজের সিদ্ধান্ত নিই। কারণ আমি উপলব্ধি করি, টিভিতে নিজেকে মেলে ধরার সুযোগ কম। এরপর অডিশন দেওয়া শুরু করি এবং সৌভাগ্যক্রমে ‘লাপাতা লেডিস’ সিনেমার জন্য নির্বাচিত হই।’

সরাসরি আমির খানকে দেখা এবং তার সামনে পারফর্ম করার ইচ্ছে থেকে সিনেমাটির অডিশন দেওয়া। এসব তথ্য উল্লেখ করে প্রতিভা বলেন, ‘আমি কিছুটা সংগ্রাম করেছি। কারণ আমি তার (আমির) অনেক বড় একজন ভক্ত।’ প্রতিভার পারফরম্যান্স ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা আমির খানের পছন্দ হয়। কিন্তু সেই সময়ে এর কোনো স্বীকৃতি তিনি দেননি বলেও জানান প্রতিভা।

‘লাপাতা লেডিস’ সিনেমায় কাজের সুযোগ পাওয়ার ঘটনা বর্ণনা করে ২৩ বছর বয়সি প্রতিভা বলেন, ‘আমি যখন অডিশন রুম থেকে বেরিয়ে আসি, তখন আমার মনে হয়, আজকের দিনটি আমার জীবনের সেরা দিন। কারণ আমি খুবই সৎ ছিলাম। ভাবছিলাম, দেখা যাক কী হয়! অডিশন শেষে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ফোন কল পাই। মুঠোফোনে বলা হয়, তারা আমাকে নির্বাচিত করেছেন।’

এই ছবির আরেক আলোচিত অভিনেত্রী নীতাংশি গোয়েল ২০০৭ সালের ১২ জুন উত্তরপ্রদেশের নদিয়াতে জন্মগ্রহণ করেন। মজার বিষয় হলো ১৬ বছর বয়সি এই অভিনেত্রীকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন ১ কোটি ২০ লাখ মানুষ। ‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয় করার আগে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ তালিকায় রয়েছে ‘এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘মাসুম সাওয়াল’, ‘ময়দান’, ‘ইনসাইড এজ’, ‘ইন্দু সরকার’ প্রভৃতি। তা ছাড়া কত্থক নাচেও প্রশিক্ষণ নিয়েছেন এই কিশোরী অভিনেত্রী।

কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ সিনেমায় ফুল চরিত্রে অভিনয় করে নীতাংশির খ্যাতি আরো বেড়েছে। চলচ্চিত্র বিষয়ক ভারতীয় গণমাধ্যম ফিল্ম কম্পানিয়নকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘যেদিন ‘লাপাতা লেডিস’ মুক্তি পেয়েছে, সেদিন থেকেই আমার ফুল চরিত্রটি ভীষণ প্রশংসা কুড়াচ্ছে। আমরা যখন প্রেক্ষাগৃহে গিয়েছি, তখন দর্শকদের দারুণ সাড়া পেয়েছি।’

প্রেক্ষাগৃহে দর্শক প্রতিক্রিয়া জানিয়ে নীতাংশি বলেন, ‘আমি প্রেক্ষাগৃহে গিয়েছিলাম, সেখানে আমাকে দেখে ৮-৯ জন মহিলা আমার কাছে এসে কেঁদে ফেলেন। তারা বলেন, তোমার মাঝে আমরা নিজেকে দেখতে পেয়েছি। পরে তারা আমার কপালে চুমু খান। এই মন্তব্য আমার কাছে অনেক বড় পাওয়া।’

শুরুতে নীতাংশি জানতেন না সিনেমাটি আমির খান প্রযোজনা করছেন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘শুরুতে আমি যখন ‘লাপাতা লেডিস’ সিনেমার অডিশনের জন্য প্রস্তাব পাই, তখন জানতাম না এর সঙ্গে যুক্ত রয়েছেন আমির স্যার ও কিরণ ম্যাম। অডিশনে আমি দীর্ঘ তিনটি দৃশ্যের সংলাপ পড়ি। আমি কেবল এ সিনেমার অংশ হতে চেয়েছিলাম। আমি সারারাত জেগে প্রস্তুতি নিই, পুরোনো সিনেমা দেখেছি। সকালে উঠে ফুলের মতো সেজেছি, শাড়ি ছিল না তাই লেহেঙ্গা দুপাট্টা পরেছিলাম।’

আমির খানের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে নীতাংশি বলেন, ‘অডিশন দেওয়ার কয়েক ঘণ্টা পরেই আমি ফোন কল পাই। আমাকে জানানো হয়, আমির খান স্যার ও কিরণ ম্যাম লাঞ্চ করতে চান। প্রথমে ভেবেছিলাম এটি হয়তো প্রাঙ্ক কল হবে। আমি বিশ্বাস করছিলাম না দেখে, তারা আমাকে আশ্বস্ত করেন এবং বিশ্বাস করান, সত্যি সত্যি আমির খান আপনার সঙ্গে লাঞ্চ করবেন। আমি অবাক হয়ে যাই। এটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। আমির স্যারের সঙ্গে সাক্ষাতের সময়ে আমি খুবই নার্ভাস ছিলাম। দেখা হওয়ার হর আমির স্যার বলেন, গতকাল অডিশনে তুমি ফাটিয়ে দিয়েছো।’

ক্লাইম্যাক্স/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url