Janhvi Kapoor : প্রেমে শারীরিক সম্পর্ক, যা বললেন জাহ্নবী
প্রেমে শারীরিক সম্পর্ক, যা বললেন জাহ্নবী
বলিউড প্রতিবেদক: বনি কাপুর ও শ্রীদেবীর কন্যা হওয়ার পরও নিজের যোগ্যতায় একটু একটু করে বলিউডে জায়গা করে নিচ্ছেন জাহ্নবী কাপুর। এখন পর্যন্ত ছয়টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও এর মধ্যে কোনো সিনেমাই সেভাবে আলোড়ন তুলতে পারেনি। তাতে কী? জাহ্নবীর মধ্যে সম্ভাবনা দেখছেন বি-টাউনের প্রযোজক ও পরিচালকেরা।
এদিকে ক্যারিয়ারের পাশাপাশি প্রেম নিয়ে খানিকটা চর্চা হয় জাহ্নবীকে নিয়ে। তিনি সম্পর্ক নিয়ে রাখঢাকে পক্ষে নন। এমন কি প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়েও সংবাদমাধ্যমের সামনে খোলাখুলি কথা বলেন। এবারও তার আলোচনায় উঠে এলো বিষয়টি। প্রেমের ক্ষেত্রে শারীরিক সম্পর্ক নিয়ে নিজের মত প্রকাশ করলেন নায়িকা।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জাহ্নবী। সেখানে দেখা যায়, ভারতীয় এক সংবাদমাধ্যম আয়োজিত শোয়ে জাহ্নবী শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে কথা বলেন। শুরুতেই বলেন, ‘‘ভালোবাসার দেবতাকে অনুরোধ, কোন প্রসাধনী ভালো, তা দয়া করে বলা বন্ধ করুন। বদলে আমাকে বলুন জীবন বাঁচাতে ও সুস্থ থাকতে কী করা উচিত।’’
অভিনেত্রী যোগ করেন, ‘‘নিষেধের লাল পতাকা নয়। লাল ক্রস (চিকিৎসা ক্ষেত্রে যে চিহ্ন ব্যবহৃত হয়) সম্পর্কে বলুন। প্রেম তো ভালই চলবে। কিন্তু কোন বিষয়ে সচেতন থাকতে হবে? প্রেম ভালো চললে কী করি আমরা?’’
এরপর মনে করিয়ে দেন, শারীরিক ঘনিষ্ঠতা থেকে অসুস্থতাও তৈরি হতে পারে। তার কথায়, ‘‘শারীরিক ঘনিষ্ঠতার সময়ে ত্বকের সঙ্গে ত্বক স্পর্শ করলে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) ছড়িয়ে পড়তে পারে। তবে হাত মেলানো বা গালে স্নেহের পরশ থেকে নয়, শরীরের গোপন ত্বকের সংস্পর্শে এই রোগ ছড়ায়।’’
এদিকে আজ শুক্রবার মুক্তি পেয়েছে জাহ্নবী অভিনীত সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। পরিচালনা করেছেন শরণ শর্মা। প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর, জি স্টুডিওজ। বিশ্বব্যাপী মোট এক হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে স্পোর্টস ড্রামার উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমা।
হাঙ্গামা/প্রিয়াঙ্গা