Dev : হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য বাঁচলেন দেব

Dev : হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য বাঁচলেন দেব
Dev : হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য বাঁচলেন দেব


হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য বাঁচলেন দেব


নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে পশ্চিমবঙ্গের মালদা থেকে রানীনগরে যাচ্ছিলেন টালিউড অভিনেতা দেব। পথে হেলিকপ্টারে আগুন লাগে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন এই অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য। শুক্রবার (৩ মে) এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, মালদা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই দেবকে বহন করা হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। পাইলট জরুরি অবতরণ করেন। অক্ষত অবস্থায় হেলিকপ্টার থেকে নামেন দেব। দু*র্ঘ*ট*নার পর সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা হন দেব। প্রযুক্তিগত ত্রুটির কারণেই হেলিকপ্টারটিতে আগুন লেগেছে বলে ধারণা পুলিশের। 

এ বিষয়ে মালদা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দেবের মতো একজন বড় তারকা ও সংসদ সদস্যের নিরাপত্তায় আদৌ কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ওড়ার আগে হেলিকপ্টারটির যথাযথ পরীক্ষা করা হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। হেলিকপ্টার সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

গণমাধ্যমে দু*র্ঘট*নার বিষয়ে দেব বলেন, ‘কিছুটা ট্রমায় আছি আমি। অশান্তি, ধোঁয়া ও গন্ধ আমার ওপর মানসিক প্রভাব ফেলেছে। মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়েছিলাম, আমি হেলিকপ্টার নিতে চাই না। এর পরিবর্তে যাওয়ার জন্য আমার কাছে সড়কপথই পছন্দ।’

উল্লেখ্য, আগামী ৭ মে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ঘাটালের তৃণমূল সংসদ সদস্য হিসেবে প্রার্থী দেব। শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিতেই আজ মালদহে গিয়েছিলেন তিনি। সেখান থেকে মুর্শিদাবাদে যাওয়ার পথেই তার হেলিকপ্টারে আগুন লাগে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url