Web Series Review : আমি খুব চাই এই ভাইরাস আমাদের জীবনকে আক্রান্ত করুক || শিমুল চৌধুরী ধ্রুব
Web Series Review : আমি খুব চাই এই ভাইরাস আমাদের জীবনকে আক্রান্ত করুক |
আমি খুব চাই এই ভাইরাস আমাদের জীবনকে আক্রান্ত করুক || শিমুল চৌধুরী ধ্রুব
গত আগস্টে 'চরকি'তে মুক্তি পায় অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ভাইরাস। দেখি দেখি করে অবশেষে আজ দেখলাম। দৈনন্দিন জীবনের ছোট-বড় অন্যায়, উপলব্ধি ও তার প্রতিকার নিয়েই এই সিরিজ।
৫ পর্বের এ সিরিজের প্রথম গল্পেই মাত করেছেন নির্মাতা। খাদ্যে ভেজাল দেওয়া ফরমালিনের মতো ছোট বিষয়কে নিয়ে এতো স্ট্রং ডার্ক সার্কাজম করে গল্প বলাটা সত্যিই কঠিন। যা নির্মাতা দারুণভাবেই করেছেন।
ফরমালিনকে ছোট বিষয় বলছি কারণ, এটা এখন আমাদের কাছে সয়ে গেছে। যে ক্ষতিটা হচ্ছে, সেটাও আমরা খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করছি। আর এই বিষয়টাকেই এমনভাবে দেখিয়েছেন অনম বিশ্বাস, যা নিজ চোখে না দেখলে কল্পনা করা অসম্ভব।
আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশের নানান অন্যায় দেখে জুজুর ভয়ে চুপ করে থাকি। যেনো কথা বললেই আমাদের আস্ত গিলে খাবে। এমন চুপ করে থাকতে থাকতে একদিন হয়তো চিরতরে চুপ হয়ে যাবো আমরা। হাজার চেষ্টা করলে কথা বলার শক্তি আর হবেনা। এমনই গল্প বলা হয়েছে দ্বিতীয় পর্বে।
এটা গতানুগতিক ফর্মুলায় নিয়মিত দেখা একটা গল্পের মতো। সাবজেক্ট অনেক শক্ত হলেও উপস্থাপন এবং গল্প খুবই হালকা লেগেছে।
তৃতীয় গল্পটা ইংরেজি একটি সিনেমার আংশিক হুবহু কপি করা হয়েছে। যা মোটেও কাম্য ছিলোনা। আধ্যাত্মিকতা ও অলৌকিকতার বিষয়কে যুক্ত করে যেনো সিরিজটিকে জোর করে মেরে ফেলা হয়েছে।
শেষ গল্পটার যেন মুমূর্ষু অবস্থা। লেন্থ বাড়ানোর জন্য অহেতুক কালক্ষেপণ যেন শ্যামল মাওলার চরিত্রটাকেই শেষ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর দিককে এমন সস্তা থ্রিলিং না দিয়ে আরো শক্ত কোনো গল্প দিয়েই উপস্থাপন করতে পারতেন নির্মাতা।
আমাদের জীবনের ছোট-বড় অন্যায় বা পাপের ব্যাখ্যা যেমন একেকরকম। তেমনি এর শাস্তি এবং প্রতিকারও ভিন্ন। তারই একটি এক্সট্রিম ধারণা নিয়ে তৈরি হয়েছে ‘ভাইরাস’। আমি খুব করে চাই এই ভাইরাস আমাদের বাস্তব জীবন আক্রান্ত করুক। যা থেকে আমরা প্রতিকার খুজে নেবো বাচার কিংবা বেচে থাকার তাগিদে।
হাঙ্গামা/ধ্রুব