Suhana Khan : ২০০ কোটি খরচ করে মেয়েকে বলিউডে আনছেন শাহরুখ!
Suhana Khan : ২০০ কোটি খরচ করে মেয়েকে বলিউডে আনছেন শাহরুখ! |
২০০ কোটি খরচ করে মেয়েকে বলিউডে আনছেন শাহরুখ!
নিজস্ব প্রতিবেদক: [২] বলিউড বাদশা শাহরুখ খানের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের ক্যারিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তার পরিচালিত প্রথম সিরিজেও টাকা ঢেলেছেন শাহরুখ। আর এবার পালা মেয়ে সুহানা খানের।
[৩] গুঞ্জন উঠেছে, বলিউডে মেয়ে সুহানার পায়ের তলার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে সিনেমা প্রযোজনা করতে চলেছেন শাহরুখ।
[৪] পরিচালক জোয়া আখতারের মাধ্যমে ইতোমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উল্টো সুহানাকে ঘিরে নানা মাধ্যমে ট্রোল হয়েছিল। তবে ওসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ।
[৫] শাহরুখকন্যার এখন মন নতুন সিনেমাতে। প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার কয়েকদিন যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।
[৬] প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই সিনেমা নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? সূত্রের খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে।
[৭] জানা যায়, গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’র চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু এখন আনুষ্ঠানিক ঘোষণার।
ক্লাইম্যাক্স/প্রিয়াঙ্কা