Sabnam Faria : নতুন চাকরি শুরু করলেন শবনম ফারিয়া

Sabnam Faria : নতুন চাকরি শুরু করলেন শবনম ফারিয়া
Sabnam Faria : নতুন চাকরি শুরু করলেন শবনম ফারিয়া


নতুন চাকরি শুরু করলেন শবনম ফারিয়া


নিজস্ব প্রতিবেদক: [২] আগের মতো অভিনয়ে খুব একটা পাওয়া যায় না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে। সবশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। গেল বছর শেষদিকে মুক্তি পায় সিরিজটি।

[৩] অভিনয়ের বাইরে শবনম ফারিয়া যুক্ত হলেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে। গেল ১৪ এপ্রিল থেকে তাদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছেন এই অভিনেত্রী। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ফরিয়া নিজেই জানিয়েছেন বিষয়টি।

[৪] এদিকে, অভিনয়ে নিয়মিত না থাকলেও ফেসবুকে বেশ সরব ফারিয়া। কাজের বাইরেও ব্যক্তি জীবনের নানা বিষয় তিনি শেয়ার করেন এখানে। যা ঘিরে হয় আলোচনা-সমালোচনাও।  

[৫] এর আগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছিলেন শবনম ফারিয়া। প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকের করা মামলায় আদালতের মুখোমুখিও হতে হয়েছিল শবনম ফারিয়াকে।

ক্লাইম্যাক্স/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url