Mrunal Thakur : পারিশ্রমিক বাড়ালেন ম্রুণাল!

Mrunal Thakur : পারিশ্রমিক বাড়ালেন ম্রুণাল!
Mrunal Thakur : পারিশ্রমিক বাড়ালেন ম্রুণাল!


পারিশ্রমিক বাড়ালেন ম্রুণাল!


নিজস্ব প্রতিবেদক: [২] ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ‘সুপার থার্টি’, ‘বাটলা হাউজ’, ‘গোস্ট স্টোরিজ’, ‘তুফান’ ও ‘ধামাকা’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

[৩] ২০২২ সালে মুক্তি পায় ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সীতা রামাম’ সিনেমা। সিনেমাটি তার ক্যারিয়ারে অনেক কিছু বদলে দেয়। এরপর পূর্বের পারিশ্রমিকের তুলনায় ১৩৫ শতাংশ বেশি পারিশ্রমিক বাড়ান এই অভিনেত্রী। ফের দাম বাড়ালেন ম্রুণাল।

[৪] দিনে দিনে ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘ফ্যামিলি স্টার’ সিনেমার জন্য ৩ কোটি রুপি নিয়েছেন তিনি। প্রায় দুই বছর আগে পারিশ্রমিক বাড়িয়েছিলেন। আবারো তিনি পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

[৫] বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন ম্রুণাল। এখন যেকোনো নতুন প্রজেক্টের জন্য ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৫৭ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিচ্ছেন। প্রযোজক ও পরিচালকরাও ম্রুণালের চাওয়া পূরণে আপত্তি করছেন না।

[৬] ম্রুণাল ঠাকুর অভিনীত ‘ফ্যামিলি স্টার’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরাকোন্ডা। পরশুরাম পেটলা পরিচালিত সিনেমাটি গেল ৫ এপ্রিল মুক্তি পায়। এটি ম্রুণাল ঠাকুরের তৃতীয় তেলেগু সিনেমা।

ক্লাইম্যাক্স/তনুশ্রী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url