Movie Review : Zombie Reddy || জোম্বি রেড্ডি : হাসতে হাসতে ভয় পাওয়ার ছবি
ছবি: জোম্বি রেড্ডি - Zombie Reddy (2021)
পরিচালক: প্রশান্ত ভার্মা
ইন্ডাস্ট্রি : তেলুগু (ইন্ডিয়া)
জনরা : কমেডি, একশন, হরর
অভিনয়ে: তেজা সাজ্জা, আনন্দি, ডাকশা নাগারকার প্রমুখ
প্রযোজনা: এপল ট্রিস স্টুডিও।
মুক্তি: ৫ ফেব্রুয়ারী ২০২১
আইএমডিবি রেটিং: ৬.৬/১০
ব্যক্তিগত রেটিং: ৫/১০
Movie Review : Zombie Reddy || জোম্বি রেড্ডি : হাসতে হাসতে ভয় পাওয়ার ছবি |
জোম্বি রেড্ডি : হাসতে হাসতে ভয় পাওয়ার ছবি
প্রারম্ভ: তেলুগু ইন্ডাস্ট্রির প্রথম জোম্বি ছবি ‘জোম্বি রেড্ডি’। ৩ গেম প্রোগ্রামারের পাগলামির ছবি ‘জোম্বি রেড্ডি’। কমেডির মিশেলে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেয়া ছবি ‘জোম্বি রেড্ডি’। হিন্দু ধর্মীয় ভাবাবেগকে মিস ইউজ করার ছবি ‘জোম্বি রেড্ডি’।
গল্প সংক্ষেপ: ছবির প্রধান চরিত্র মারিয়ো একজন গেম ডেভলপার। যার পরিবার তার এমন পেশাকে পছন্দ করেনা৷ তার বাবা চায় ছেলের পত্রিকার পাতায় দেখে গর্ববোধ করতে৷ মারিয়ো তার বাবার ইচ্ছেকে পূরণ করতে চায়। এর মধ্যেই তার বানানো গেম হঠাৎ ভাইরাল হয় এবং এর পরদিনই গেম ক্রাশের রিভিউ আসতে শুরু। মারিয়ো ও তার দুই বন্ধু ঘেটে ঘুটে দেখে একটু কোডিংয়ের সমস্যা রয়েছে, যা বানিয়েছে তাদের আরেক বন্ধু কাম পার্টনার। ঘটনা ক্রমে সেই বন্ধুর বিয়ের আয়োজন চলছে। এদিকে কোডের ত্রুটিও দ্রুত সাড়তে হবে। কোন উপায়য়ান্তর না দেখে মারিয়ো তার দুই বন্ধু রওয়ানা দেয় অপর বন্ধুর হবু শ্বশুর বাড়িতে।
এদিকে এক পাগলাটে বিজ্ঞানি কোভিডের ভ্যাকসিন আবিষ্কারের নেশায় উন্মাদ হয়ে আছে। রাস্তা থেকে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে তাদেরকে অপহরণ করে গবেষণা চালায় সে। এক পর্যায়ে করোনা ভ্যাক্সিন বানাতে গিয়ে ভুল করে জোম্বি ভাইরাস বানিয়ে ফেলে। সেই ভাইরাস প্রয়োগের ফলে একজন জোম্বি হয়ে যায়।
এরমধ্যে মারিয়ো যখন বন্ধুর বিয়েতে আসছিলো তখন তার সঙ্গের এক বন্ধু অই জোম্বির কামরে আক্রান্ত হয়। এখান থেকেই শুরু হয় ‘জোম্বি রেড্ডি’র মূল গল্প।
চরিত্র: ছবিতে মারিয়োর চরিত্রে অভিনয় করেছে তেজা সাজ্জা। এটিই তার নায়ক হিসেবে প্রথম ছবি। নিজের নায়ক হিসেবে অভিষেক ছবিতে যেমন অভিনয় দরকার ছিলো, তা তিনি একদমই দিতে পারেননি। তবে নায়িকার চরিত্রে আনন্দি দুর্দান্ত করেছেন।
ছবির গান: ছবিতে গান ব্যবহৃত হয়েছে দুটো। তার একটিও গল্পে ডিমান্ড করেনা। মনে হয়েছে অহেতুক গানগুলোকে টেনে ঢোকানো হয়েছে।
তথ্য: ‘জোম্বি রেড্ডি’ ছবির বাজেট ছিলো ৪০ মিলিয়ন ইন্ডিয়ান রুপি। স্বল্প বাজেটের ছবি বলেই হয়তো গল্প, কাস্টিংয়ের এমন দূর্বলতা। তবে সিনেমাটি সবাইকে অবাক করে দিয়ে ১০.৩৩ কোটি রুপির ব্যবসা করেছে।
শিমুল চৌধুরী ধ্রুব : ছবি নিয়ে প্রশ্ন তোলা যায়। গল্পের পরতে পরতে গ্যাপ রয়েছে, যা নিয়েও সমালোচনা করা যায়। জোম্বিরা আসলে কেমন হয়, কি তাদের বৈশিষ্ট্য, জোম্বি থেকে সুস্থ হওয়ার প্রক্রিয়া সব নিয়েই সমালোচনা করা যায়। তবু ভয় দেখানোর ফাকে ফাকে হাসানোর চেষ্টায় অনেকটাই সক্ষম নির্মাতা। কিন্তু জোম্বি চিকিৎসায় ধর্মের ব্যবহার অযাচিতই মনে হয়েছে। একজন নতুন নায়ককে নিয়ে বাজি ধরার জন্য প্রশংসা পেতেই পারেন নির্মাতা প্রশান্ত ভার্মা। ভালোবাসা নির্মাতার প্রতি। ভালোবাসা ‘জোম্বি রেড্ডি’র সকল সংশ্লিষ্টদের। জয় হোক সিনেমার। জয় হোক সকলের।
ক্লাইম্যাক্স/নিলিমা