Samantha Ruth Prabhu : ‘সেক্সি ব্যাপারটা আমার সঙ্গে যায় না’

Samantha Ruth Prabhu : ‘সেক্সি ব্যাপারটা আমার সঙ্গে যায় না’
Samantha Ruth Prabhu : ‘সেক্সি ব্যাপারটা আমার সঙ্গে যায় না’


‘সেক্সি ব্যাপারটা আমার সঙ্গে যায় না’


নিজস্ব প্রতিবেদক: সাত মাস পর কাজে ফিরেছেন। আর প্রত্যাবর্তনের পরে জনসমক্ষে নিজের সুপারহিট ‘পুষ্পা’ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী সামান্থা প্রভু। জানালেন, যে গানে তার শরীর বিভঙ্গে মজেছিল আসমুদ্র হিমাচল, সেই ‘উ আন্টাভা’ গানের শট দেওয়ার সময় ভিতরে ভিতরে ভয়ে কাঁটা হয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু কেন? কী কারণে ‘কাঁপছিলেন’ সামান্থা?

সম্প্রতি এক অনুষ্ঠানে সেসব নিয়ে কথা বলেছেন সামান্থা। তিনি বলেন, আমি তো অত সুন্দর নই। অন্য মেয়েদের সঙ্গে আমার তফাৎ রয়েছে। আর তাই আমার কাছে বিষয়টা বিরাট চ্যালেঞ্জের। ‘উ আন্টাভা’ গানের প্রথম শট দেয়ার সময় আমি কাঁপছিলাম রীতিমতো। কেননা সেক্সি ব্যাপারটা ঠিক আমার সঙ্গে যায় না। এটা আমার সঙ্গে যায়ই না। কিন্তু মানুষ ও অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তুলতে আমি বরাবরই নিজেকে অস্বস্তিজনক, কঠিন পরিস্থিতিতে ফেলতে চেয়েছি।’

সেই সঙ্গে গানটির উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন অভিনেত্রী। সামান্থার কথায়, ‘আমার কাছে গানটার কথাগুলোই আসল। মেয়েদের ভালো দেখতে লাগছে কিনা, তা দিয়েই তাদের বিচার করার জায়গাটা থেকে সকলকে সরে আসতে হবে।’

তাহলে কি ফের এই ধরনের আইটেম গানে তাকে দেখা যাবে? এ প্রশ্নে অনুরাগীদের হতাশ করে দিয়ে তিনি বলেন, ‘নাহ! এতে আর চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না আমি।’

উল্লেখ্য, শেষবার ‘খুশি’ সিনেমাতে দেখা গিয়েছিল সামান্থাকে। বিজয় দেবরাকোণ্ডার বিপরীতে ছিলেন তিনি। তার পর গত সাত মাসের বিশ্রাম পর্ব পেরিয়ে এবার সেটে ফিরেছেন অভিনেত্রী।

হাঙ্গামা/তনুশ্রী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url