Honda Introduced the Next Evolution in Commuter Motorcycles: 'The Honda Shine 100'
Honda Shine 100 Price - Mileage, Colours, Images
ইএসপি (এনহ্যান্সড স্মার্ট পাওয়ার) যুক্ত ১০০ সিসি ইঞ্জিন, কার্যকর ও স্থিতিশীল (সিবিএস) কম্বি ব্রেক সিস্টেমের সাহায্যে শুধু ফুট প্যাডেল চাপ দিলেই দুটি ব্রেক কাজ করে।
নতুন ‘হোন্ডা শাইন ১০০ সিসি’ মোটরসাইকেল |
নতুন ‘হোন্ডা শাইন ১০০ সিসি’ মোটরসাইকেল
শীর্ষস্থানীয় মোটরসাইকেল প্রস্তুতকারক ‘হোন্ডা’, তাদের লেটেস্ট মডেল ‘হোন্ডা শাইন ১০০’ বাজারে এনেছে। নতুন এই মোটরসাইকেলটি দেশের সাধারণ রাইডারদের উন্নত পারফর্ম্যান্সের সাথে স্টাইলিশ ও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করবে।
‘শাইন ১০০’ সম্পর্কে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, ‘হোন্ডা চায় সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন সমাধানের মাধ্যমে গ্রাহকদের আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করতে। গ্রাহকের চাহিদা পূরণে আমরা ভিন্ন রঙে উন্নত ফিচারস ও প্রযুক্তিসম্পন্ন নতুন নতুন মডেল উপহার দিয়ে যাবো।’
ব্র্যান্ডের চীফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘কমিউটার সেগমেন্টে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বরাবরই গ্রাহকদের দৈনন্দিন চলাফেরায় সুবিধা, স্বাচ্ছন্দ্য এবং সাশ্রয়ি অভিজ্ঞতা প্রদান করে এসেছে। শাইন ১০০-এর টেকসই ডিজাইন, উন্নত ফিচারস ইত্যাদি বিশেষ করে, গ্রামীণ কিংবা আধা-শহুরে গ্রাহকদের দৈনন্দিন যাতায়াতের প্রয়োজনীয়তা মেটাবে।’
সুপার স্টাইলঃ
আকর্ষণীয় গ্রাফিক্সের সাথে অ্যারোডাইনামিক ফ্রন্ট কাউল এবং ফ্রন্ট হেড ল্যাম্প হোন্ডা শাইন ১০০-কে করে তুলেছে সুপার স্টাইলিশ। এর মজবুত অ্যালুমিনিয়াম গ্র্যাব রেইল, কালো অ্যালয় হুইল, চকচকে সাইলেন্সার, উজ্জ্বল গাঢ় টেইল ল্যাম্প ইত্যাদি বৈশিষ্ট্য পথচারীদের নজর কাড়তে যথেষ্ট।
নির্ভরযোগ্য পারফর্ম্যান্স – হোন্ডা ইঞ্জিনঃ
এর ১০০ সিসি ইঞ্জিন হালকা ওজনের, সহজে নিয়ন্ত্রণযোগ্য, উন্নত পারফর্ম্যান্স ও দুর্দান্ত মাইলেজ প্রদান করে। টাম্বল ফ্লো ও অতিরিক্ত ঘর্ষণ হ্রাস করে এবং ইএসপি-যুক্ত অধিক মাইলেজ দেয়। শাইন ১০০-তে আছে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস), যা সামনের ও পিছনের চাকায় ব্রেকিং ফোর্স প্রদান করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া, এর জ্বালানি দক্ষতা রাইডের খরচ কমায়।
আরামদায়কঃ
নতুন শাইন ১০০-এর দীর্ঘ ও আরামদায়ক আসন রাইডার ও পিলিয়নের জন্য ভ্রমণের সময় যথেষ্ট জায়গা নিশ্চিত করে। মোটরসাইকেলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাযক্রমে ১৯৯৫ মি.মি. x ৭৫৪ মি.মি. x ১০৫০ মি.মি. এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৮ মি.মি.। লং স্ট্রোকসহ বিশেষভাবে তৈরি সাসপেনশন ইউনিট যেকোন ধরনের রাস্তায় সহজে চলাচল করতে পারে, যা রাইডার ও পিলিয়নকে বাড়তি স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস জোগায়। ঘনঘন পরিষ্কার ছাড়াই এর এয়ার ফিল্টার দীর্ঘ সময় কার্যকর থাকে, এমনকি ব্যাটারিও ঘন ঘন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না।
কার্যকারিতাঃ
শাইন ১০০ মডেলটি হালকা ফ্রেমের হওয়ায় এর সামগ্রিক ওজন কম। এর নরম স্টিয়ারিং মোটরসাইকেল চমৎকারভাবে নিয়ন্ত্রণে সাহায্য করে। এর টেকসই ও শক্ত বডি বাড়তি ওজন বহনের জন্য অত্যন্ত সুবিধাজনক। যেকোন রাস্তায় চলাচলে ভীষণ কার্যকরী। শাইন ১০০-এর ছোট টার্নিং রেডিয়াস, লম্বা হুইলবেস এবং উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেকোন রাস্তায় উচ্চ গতিতেও নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী।
মূল্য এবং রংঃ
আকর্ষণীয় ১০৭০০০ টাকা মূল্যে দেশব্যাপি সকল হোন্ডা এক্সক্লুসিভ অনুমোদিত ডিলার শোরুমে ‘হোন্ডা শাইন ১০০ সিসি’ লাল, নীল এবং ধূসর ৩টি রঙে পাওয়া যাচ্ছে। নতুন ক্রয়ে এতে থাকবে ২ বছর অথবা ২০,০০০ কি.মি. পর্যন্ত ওয়ারেন্টি (আগে সম্পন্ন হবার ওপর নির্ভরশীল) এবং পাঁচটি ফ্রি সার্ভিস সুবিধা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০৮০০০৪৩০৪৩ হটলাইন নম্বরে।
Honda Introduced the Next Evolution in Commuter Motorcycles: The Honda Shine 100
All new 100cc engine powered by eSP (Enhanced Smart Power)
Combi-Brake System (CBS) activates both brakes by pressing foot pedal only, leads to most effective & stable braking
[Dhaka, March 31, 2024] Honda, a pioneering force in trusted motorcycles, has announced the highly anticipated launch of its latest creation – New Honda Shine 100 in a launch event today. Representing a pinnacle in commuter motorcycle engineering, the Honda Shine 100 sets new benchmarks in performance, style, and efficiency, promising a comfortable riding experience for economy riders nationwide.
Launching new Shine 100, Mr. Shigeru Matsuzaki, Managing Director & CEO said, “Honda's global vision is to provide people with the joy of expanding their life's potential through affordable and quality mobility solutions. To fulfil the customer’s demand, we are committed to introduce continuously new model, update features, technology and colors.”
While explaining the Shine 100 features, Shah Muhammad Ashequr Rahman, Chief marketing Officer said, “Being a front runner in commuter segment, BHL has always pleased with customers by providing convenience, comfort and low running costs in their daily mobility. Shine 100 is a new milestone in 100cc commuter motorcycle segment with simple durable design and the ease of handling & managing benefit will fulfill the need of daily commuting of rural and semi urban customers. With our true understanding of target groups and our determination to develop motorcycles that meet the needs of mass population and win the heart of mass segment customers. Shine is testified as a trusted model of Honda and we are considering carrying on the same trust in 100cc. Furthermore, this model is built to deliver superior and comfortable riding experience with its engine and technologies.”
Superb Styling
Enriched & splendid design inspired by the widely loved design of Shine 100. Elegant style is complimented by its overall graphic theme. Attractive aerodynamic front cowl & appealing front head lamp gives a pleasant look to the bike. Simplistic Instrument console glorifies its mature character. The sturdy aluminum grab rail is both elegant and durable. All black alloy wheels accentuate the overall look of the bike. Sleek & distinguished silencer compliments the smooth style of the bike. Bright bold tail lamp gives an imposing rear look to the bike.
Reliable Performance - Honda Engine
This new 100cc engine is light weight and efficient with the finest innovation producing optimum performance, enhanced maneuverability, and superb mileage delivering highest value to customers. Tumble flow reduction, friction reduction and improved mileage is powered by eSP (Enhanced Smart Power). Shine 100 is equipped with combi brake system (CBS) to enhance safety by distributing braking force intelligently between the front and rear wheels. Its outstanding fuel efficiency reduces cost in every ride.
Delightful Comfort
The long and comfortable seat of new Shine 100 makes ample space for rider and pillion to ride any distance comfortably for both family or utility-based rides. Low seat height allows easy ground touch for average height Bangladeshi customers. The specially developed suspension unit with long stroke manages any kind of road conditions with ease. It’s ability to absorb the vibrations on rough surface gives extra stability and confidence to the rider and pillion. Viscous Air Filter lasts long without cleaning & Maintenance Free (MF) battery does not need any top up or frequent maintenance.
Effective & Maximum Utility
Shine 100 is equipped with lighter frame contributing to decrease overall vehicle weight. It provides soft steering feel and excellent control of the motorcycle. Durable & tough frame suited for variable road conditions and extremely convenient for carrying load. Handling the vehicle on tight corners & narrow roads has been made easy with small turning radius of Shine 100. Long wheelbase and a high ground clearance give stability at high speed and bad road conditions and confidence to the rider.
Price and Colors
The new Shine 100 is available in 3 stunning colors – Red, Blue and Grey at all Honda Exclusive Authorized Dealer (HEAD) showrooms nationwide. The price for new Shine 100 is BDT 107000. It will come with a 2-years or 20,000 km warranty (whichever comes earlier) and five free service facilities.
To avail the new Shine 100, customers may visit Honda Exclusive Authorized Dealer (HEAD) from March 2024. Besides, customers can know more from Hotline No. 0800043043