Dabangg 4 : আসবে ‘দাবাং ৪’, তবে...
Dabangg 4 : আসবে ‘দাবাং ৪’, তবে... |
আসবে ‘দাবাং ৪’, তবে...
বলিউড প্রতিবেদক: বলিউড অভিনেতা সালমান খানের অন্যতম হিট ফ্র্যাঞ্চাইজি দাবাং। তাকে চুলবুল পাণ্ডে রূপে আবারও দেখতে মুখিয়ে আছেন তার দর্শকরা। তাই এতদিন তাদের সবার একটাই প্রশ্ন ছিল ‘দাবাং ৪’ কবে আসবে? এবার এ প্রশ্নের উত্তর দিলেন ‘দাবাং ২’র পরিচালক আরবাজ খান।
সম্প্রতি জল্পনা শুরু হয়েছিল ‘দাবাং ৪’ নিয়ে। কানাঘুষোয় শোনা যাচ্ছিল আরবাজ খান এবং তার ভাই চুলবুল পাণ্ডে ওরফে সালমান খান নাকি অ্যাটলি কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিনেমাটির জন্য। অ্যাটলি নাকি পরিচালনা করবেন ‘দাবাং ৪’। এবার সে বিষয়েও কথা বলেছেন আরবাজ।
এক সাক্ষাৎকারে এই অভিনেতা-নির্মাতা জানান, তিনিও শুনেছেন যে সালমান খান আর তিনি নাকি অ্যাটলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু এই বিষয়ে ‘দাবাং ২’র পরিচালক জানান তিনি এখনও পর্যন্ত কোনওদিন অ্যাটলিকে দেখেননি বা কথা হয়নি তাদের। তিনি এদিন আরও জানান এসব গুজবে মানুষের বিশ্বাস করা উচিত না।
আরবাজ জানান, তিনি এবং সালমান খান মুখিয়ে আছেন ‘দাবাং ৪’ সিনেমাটিকে নিয়ে। তারাও এটিকে বড় পর্দায় নিয়ে আসতে চান। কিন্তু এখনও সেটার সঠিক সময় হয়নি। সেটা যখন হবে তখনই আসবে ‘দাবাং ৪’। বর্তমান আরবাজ এবং সালমান তাদের আলাদা আলাদা কাজ নিয়ে ব্যস্ত।
‘দাবাং ৪’ কি তবে আরবাজ খানই পরিচালনা করবেন? এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, সেই সুযোগ পেলে তিনি অবশ্যই সেটা করতে চাইবেন। কিন্তু এখনও কিছুই ঠিক হয়নি।
উল্লেখ্য, সালমান খানকে আগামীতে ‘টাইগার ভার্সেস পাঠান’সহ এআর মুরুগাদোসের সিনেমাতে দেখা যাবে। এটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা। সিনেমাটি ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা