Raj Ripa : পরীমণিকে মারধর করত রাজ

Raj Ripa : পরীমণিকে মারধর করত রাজ
Raj Ripa : পরীমণিকে মারধর করত রাজ


পরীমণিকে মারধর করত রাজ


ঢালিউড প্রতিবেদক: সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)-কে কেন্দ্র করে মিডিয়ায় বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন বড় পর্দার অভিনেত্রী রাজ রিপা। তার মিডল ফিঙ্গার দেখানো নিয়েও চলছে বিতর্ক। এর মধ্যেই আবারও খবরের শিরোনাম হলেন রিপা। আরেক নায়িকা পরীমণি এবং অভিনেতা শরীফুল রাজ প্রসঙ্গে কথা বলে শিরোনাম হলেন তিনি।

গত ২৯ সেপ্টেম্বর দুই দলের মারামারির কারনে সাময়িকভাবে স্থগিত হয় সেলেব্রিটি ক্রিকেট লিগ। ওই ঘটনায় রাজ রিপা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এই অনাকাঙ্খিত ঘটনা ঘটার জন্য রিপা আঙুল তোলেন শরীফুল রাজসহ আরও কিছু তারকার বিরুদ্ধে। সেসময় গণমাধ্যমে তিনি জানান, ‘মদ্যপ অবস্থায় খেলতে এসে খেলায় বিশৃঙ্খলা শুরু করে শরিফুল রাজ।’ এ ঘটনা প্রকাশ্যে আসতেই পরীমণি ফেসবুকে লেখেন, ‘এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএল এ! আল্লাহ বাঁচাইছে।’

এবার এক সাক্ষাৎকার অনুষ্ঠানে পরীর ওই স্ট্যাটাস প্রসঙ্গে রাজ রিপা বলেন, ‘এই স্ট্যাটাসে প্রতিফলিত হয়েছে পরী আপুর ব্যক্তিগত সংসারজীবন। কারণ আমরা আগেই পরী আপুর কাছ থেকে, মিডিয়ার খবরে জেনেছি, রাজের সঙ্গে পরীর দাম্পত্য সম্পর্ক ভালো নয়। রাজ ভাই যে পরী আপুকে মারতো তা পরী নিজেই সংবাদ মাধ্যমে বলেছে। হতে পারে সত্যি ব্যক্তিগত জীবনে রাজ ভাই এগ্রেসিভ। পরীমণি আপুকে মারধর করতে দেখেছি। তাই ওই প্রেক্ষিতেই স্ট্যাটাসটি দিয়েছে পরী আপু।’

পরীর এ স্ট্যাটাসের পর অনেক নেটিজেনের কাছেই মনে হয়েছে, রাজ রিপার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকায় রাজ রিপার পক্ষে এ স্ট্যাটাসটি ফেসবুকে শেয়ার করেন পরীমণি। এ বিষয়ে রাজ রিপা বলেন, ‘এখানে সে সুযোগ নেই। কারণ স্ট্যাটাসে কোথাও আমার নাম পরী আপু উল্লেখ করেনি। তাছাড়া আমাকে বাঁচাতে পরী আপু স্ট্যাটাস দেয়নি। তাই পরী আপুর ওই স্ট্যাটাস মূলত তার স্বামী শরিফুল রাজকে উদ্দেশ্য করেই লেখা।’

অনেক নেটিজেনই বলছেন, পরীমণির হয়েই মিডিয়ায় খেলার মাঠে রাজের বিরুদ্ধে অভিযোগ করছেন রাজ রিপা। এ প্রসঙ্গে রিপা আরো বলেন, ‘এমনটা মোটেও নয়। হঠাৎই মাঠে এমন পরিস্থিতি ঘটে যায়।পরীমণির স্বামী হিসেবেই প্রথমে চিনতাম। পরে ‘পরাণ’ সিনেমার মাধ্যমে রাজ ভাইকে চিনি। ব্যক্তিগতভাবে আমার সাথে রাজ ভাইয়ের কোনো শত্রুতা নেই। তাই পরী আপুর কথায় এমন ঘটনা ঘটেছে নেটিজেনদের এমন ধারণা একদমই ভুল।’

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url