Sayantika Banerjee : শুটিং সেটে দ্বন্দ্ব, খেপে কলকাতায় ফিরে গেলেন সায়ন্তিকা

Sayantika Banerjee : শুটিং সেটে দ্বন্দ্ব, খেপে কলকাতায় ফিরে গেলেন সায়ন্তিকা
Sayantika Banerjee : শুটিং সেটে দ্বন্দ্ব, খেপে কলকাতায় ফিরে গেলেন সায়ন্তিকা


শুটিং সেটে দ্বন্দ্ব, খেপে কলকাতায় ফিরে গেলেন সায়ন্তিকা


ঢালিউড প্রতিবেদক: ঢাকার অভিনেতা জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। বাংলাদেশে এসে কক্সবাজারে শুটিংয়ে অংশ এই অভিনেত্রী। কিন্তু সিনেমার শুটিং পুরোপুরি শেষ না করেই হঠাৎ কলকাতায় ফিরে গেছেন ফিরে গেছেন তিনি। জানা যায়, নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুটিং বন্ধ করে দেশে ফিরে গেছেন সায়ন্তিকা।

সায়ন্তিকার দাবি, ‘ছায়াবাজ’ সিনেমার নৃত্য পরিচালক মাইকেলকে পরিবর্তন করতে হবে। তাকে পরিবর্তন না করলে এই সিনেমায় তিনি আর কাজ করবেন না।

এ প্রসঙ্গে মাইকেল বলেন, ‘সায়ন্তিকার হাত ধরে নাচের স্টেপ দেখানো হচ্ছিল। এ সময় তিনি বলেন, হাত ধোরো না, মুখে বুঝিয়ে দাও। কথা না বাড়িয়ে সেভাবেই তাকে বুঝিয়ে দিয়েছি আমি। বিষয়টি নিয়ে তার সঙ্গে কোনো তর্ক-বিতর্কও হয়নি আমার। কিন্ত কাজ শেষে পরিচালক ও প্রযোজককে সায়ন্তিকা জানান, আমি এই সিনেমার সঙ্গে যুক্ত থাকলে কাজ করবেন না তিনি। ঘটনা শুনে পরিচালক ও প্রযোজক আমার সঙ্গেই কাজ শেষ করার সিদ্ধান্ত নিলে সায়ন্তিকা কলকাতায় চলে যান। আমার সঙ্গে আসলে সায়ন্তিকার কী সমস্যা সেটাই বুঝতে পারছি না।’

এ সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম বলেন, ‘সায়ন্তিকা আমাদের কাছে অভিযোগ জানায়, মাইকেল নাকি তার হাত ধরেছেন। সিনেমা থেকে মাইকেলকে বাদ দিতে হবে। অভিযোগ শোনার পর খোঁজ নিয়ে জানলাম, এই ঘটনায় মাইকেলের কোনো দোষ নেই। কাজের স্বার্থেই সায়ন্তিকার হাত ধরেছিলেন তিনি। তাই আমি সায়ন্তিকাকে জানিয়েছি কাজ করতে হলে মাইকেলের সঙ্গেই করতে হবে। না হলে কাজ করার প্রয়োজন নেই। পরের দিন সকালে সেট ছেড়ে চলে যান সায়ন্তিকা।’

প্রযোজক আরও বলেন, ‘সায়ন্তিকা যদি মাইকেলের সঙ্গে কাজ করতে রাজি হন, তাহলে আবার ‘ছায়াবাজ’র শুরু হবে শুটিং। কিন্তু আমার দেশের শিল্পীদের ছোট করে কাজ করতে চাই না আমি। এতে আমার ক্ষতি হলেও কোনো সমস্যা নেই। প্রয়োজন হলে ভবিষ্যতে নায়ক-নায়িকা পরিবর্তন করে সিনেমার কাজ আবারও শুরু করতে পারি।’

তবে সায়ন্তিকার চলে যাওয়ার বিষয়টি গুজব বলে জানিয়েছেন জায়েদ খান। একটি চক্র ইচ্ছা করেই এ ধরনের গুজব ছড়াচ্ছে বলে জানান তিনি। এর আগে সায়ন্তিকার সঙ্গে জায়েদ খানের সিনেমার খবর প্রকাশিত হলে অস্বীকার করেছিলেন তিনি। সায়ন্তিকা ঢাকায় এলে বিমানবন্দরে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানিয়ে জায়েদ বলেন, ‘কথা চূড়ান্ত হয়নি বলে আগে অস্বীকার করেছিলাম। এখন চুক্তি স্বাক্ষর করে শুটিংয়ের খবর নিশ্চিত করছি।’

উল্লেখ্য, ‘ছায়াবাজ’ সিনেমাটি পরিচালনা করছেন তাজু কামরুল। ৩০ আগস্ট সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসেন কলকাতার এই নায়িকা।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url