Badhon-Shah Rukh : বাঁধনের সিনেমায় শাহরুখ!

Badhon-Shah Rukh : বাঁধনের সিনেমায় শাহরুখ!
Badhon-Shah Rukh : বাঁধনের সিনেমায় শাহরুখ!


বাঁধনের সিনেমায় শাহরুখ!


বিশেষ প্রতিবেদক: ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে হিন্দী চলচ্চিত্র ‘খুফিয়া’। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ। এবার এ নির্মাতা জানালেন বিশ্বয়কর এক তথ্য। তিনি জানান, বাঁধন অভিনীত ‘খুফিয়া’য় দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকেও।

সম্প্রতি গণমাধ্যমে দেয় এক সাক্ষাৎকারে ‘খুফিয়া’ নিয়ে কথা বলেন বিশাল। সেসময় তিনি এসব তথ্য জানান। নির্মাতা শাহরুখ প্রসঙ্গে বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছি। এমনকী ‘জওয়ান’ সিনেমার পরও আমাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। খুব শিগগিরই একসঙ্গে কাজ করতে পারি।’

বিশাল ভরদ্বাজ বলেন, ‘ভক্তরা যখন শাহরুখ-বিশালকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন, তখন সুপারস্টারকে (শাহরুখ) ‘খুফিয়া’ সিনেমায় ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখতে পাবেন। এ সিনেমায় ক্যামিও তো হয়ে গেছে। কিন্তু আমরা এখন একসঙ্গে একটি সিনেমা নির্মাণের আশা করছি। আমার মন বলছে, এটি হবে। এমনকী শাহরুখ খানও বলেছেন, হয়তো এটি হবে।’

মুক্তিকে সামনে রেখে গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। পুরো ট্রেইলার জুড়ে টাবুর উপস্থিতি নজর কেড়েছে। মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করে দর্শক মনে।

বাঁধন তার চরিত্র প্রসঙ্গে বলেন, ‘গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি একজন মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি।’

২০২১ সালের ১১ অক্টোবর সিনেমাটির শুটিং দিল্লিতে শুরু করেন বাঁধন। এ সিনেমার জন্য ওই সময়ে বেশ কিছু কাজ হাতে নেননি। কারণ এই চরিত্রটি যাতে ঠিকঠাকমতো ফুটিয়ে তুলতে পারেন। বাঁধন বলেন, ‘এই চরিত্রের সঙ্গে অন্য চরিত্র মিলবে না। চরিত্রটি ঠিকঠাক মতো ফুটিয়ে তোলার জন্য পরিচালক যেভাবে বলেছেন সেভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছিলাম। শুটিংয়ের সময় পরিচালক দিকনির্দেশনাও দিয়েছেন।’

এ সিনেমায় বাঁধন ও টাবু ছাড়াও আরও অভিনয় করেছেন আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url