Zayed-Sayantika : জায়েদ খান প্রসঙ্গে মুখ খুললেন সায়ন্তিকা

Zayed-Sayantika : জায়েদ খান প্রসঙ্গে মুখ খুললেন সায়ন্তিকা
Zayed-Sayantika : জায়েদ খান প্রসঙ্গে মুখ খুললেন সায়ন্তিকা


জায়েদ খান প্রসঙ্গে মুখ খুললেন সায়ন্তিকা


বিশেষ প্রতিনিধি: ‘নাকাব’ সিনেমায় ঢাকার সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা। এবার এই অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন জায়েদ খান! গত ৮ আগস্ট কলকাতার পত্রিকা আনন্দবাজারে এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে বলা হয়েছে নাম ঠিক না হওয়া এ সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক তাজু কামরুল।

কিন্তু যাকে নিয়ে এমন খবর ছড়ালো, সেই জায়েদ খানই বললেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি এই সংবাদ প্রকাশের আগে তার সাথে যোগাযোগও করা হয়নি। গণমাধ্যমে তিনি বলেন, ‘এটি ভুয়া খবর। আলোচনায় আসার জন্য হয়তো করেছে কেউ। এ সংক্রান্ত নিউজের লিংক আমাকে পাঠিয়েছেন কয়েকজন। সেসব দেখে হাসলাম। বিষয়টি জানার পরই তাজু কামরুলকে ফোন করেছিলাম। তিনি জানালেন, এসব কথা কোথাও বলেননি তিনি। আমি তাকে বলেছি, আপনি ইজ্জত নষ্ট করবেন না যেন আমার। এর আগে অন্য একটি সিনেমার জন্য শ্রাবন্তীকে নিয়ে সংবাদ হয়েছিল। সেই সময় কিছু মানুষ শ্রাবন্তীকে বুঝিয়েছিল তার নাম ভাঙিয়ে নাকি আমি নিউজ করেছি। তখন শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে, এবার সায়ন্তিকাকে নিয়ে ইজ্জত নষ্ট করবেন না।’

এবার এ নিয়েই গণমাধ্যমের সঙ্গে কথা বললেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা। অবশ্য তিনি বিস্তারিত কিছু বলেন নি। শুধু বলেছেন, ‘কথা চলছে। কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’

সায়ন্তিকা এক সময় মূল ধারার কমার্শিয়াল সিনেমার মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন। কলকাতা পেরিয়ে বাংলাদেশেও খ্যাতি রয়েছে তার। এ কারণে স্বাভাবিকভাবে ঢাকার সিনেমায় তার অভিনয়ের বিষয়টি প্রকাশ্যে আসায় উচ্ছ্বাসে ভাসে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url