Zayed Khan : আমার ইজ্জত নষ্ট করবেন না

Zayed Khan : আমার ইজ্জত নষ্ট করবেন না
Zayed Khan : আমার ইজ্জত নষ্ট করবেন না


আমার ইজ্জত নষ্ট করবেন না: জায়েদ খান


ঢালিউড প্রতিবেদক: মঙ্গলবার (৮ আগস্ট) রাতেই ঢাকার সিনেমার অভিনেতা জায়েদ খানকে নিয়ে একটি খবর ছড়িয়ে পড়ে। ভারতীয় একটি গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানায়, টালিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমায় কাজ করবেন জায়েদ খান। বিষয়টি নিয়ে কলকাতার ওই পত্রিকার সঙ্গে কথা বলেন নায়িকা নিজেও। তিনি জানান, ‘কথা চলছে। কিন্তু এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।’ ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল।

কিন্তু যাকে নিয়ে এই আলোচনা সেই জায়েদ খান জানালেন বললেন, এই প্রসঙ্গে কিছুই জানেন না তিনি। তার সঙ্গে কোনো কথাও হয়নি। এ বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘অনেক আগে একটা ছবি নিয়ে ওই পরিচালকের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু চুক্তি বা চূড়ান্ত কিছু হয়নি। এমন অনেক পরিচালকের সঙ্গেই তো ছবি নিয়ে কথা হয়। যদি প্রাথমিক আলোচনাতেই চূড়ান্ত ধরা হতো, তাহলে আমি ৫০টি ছবির ঘোষণা দিতে পারতাম।’

জায়েদ বলেন, ‘খবরটা দেখার পরই আমি তাজু কামরুলকে ফোন দিয়েছিলাম। তিনি আমাকে বলেছেন ‘আমি এসব কোথাও বলিনি।’ এরপর আমি তাকে বলেছি, আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না। এর আগে একটি ছবির জন্য শ্রাবন্তীকে নিয়েও নিউজ হয়েছিল। তখন কিছু মানুষ নায়িকাকে বুঝিয়েছিল, আমি নাকি তার নাম ভাঙিয়ে নিউজ করেছি। সে সময় শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে, এবার সায়ন্তিকাকে নিয়ে ইজ্জত নষ্ট করবেন না প্লিজ।’

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url