Xefer Rahman : গায়িকা থেকে নায়িকা জেফার

Xefer Rahman : গায়িকা থেকে নায়িকা জেফার
Xefer Rahman : গায়িকা থেকে নায়িকা জেফার


গায়িকা থেকে নায়িকা জেফার


ঢালিউড প্রতিবেদক: সংগীতশিল্পী হিসেবেই পরিচিত জেফার রহমান। মাঝে মধ্যে মডেল হিসেবেও ধরা দিয়েছেন ক্যামেরায়। কিন্তু অভিনয়শিল্পী হিসেবে পর্দায় কখনো দেখা যায়নি তাকে। এবার এই গায়িকা পর্দায় আসছেন সিনেমার নায়িকা হয়ে। তাও আবার খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সিনেমায় চঞ্চল চৌধুরীর মতো জনপ্রিয় অভিনেতার বিপরীতে দেখা যাবে তাকে।

ওটিটি প্লাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ১২ সিনেমার একটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ সিনেমায় অভিনয় করছেন জেফার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন সঙ্গীতশিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি। কিন্তু মনোগামী সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একজন অভিনয়শিল্পী হিসাবে পর্দায় আসবো। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, একই সাথে চ্যালেঞ্জিং। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা এবং সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের এবং একই সাথে ভীষণ রোমাঞ্চকর।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমার প্রিয় একটা কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা কি কি ধরা পড়ে সেখানে। ছোট-বড়, তুচ্ছ-গুরুত্বপূর্ণ সবই আমাকে নাড়া দেয়। মনোগামীতে অনেক দিন পরে মেল-ফিমেল রিলেশনশিপের কিছু দিক নিয়ে এই রকম ছিপ ফেলার সুযোগ পেয়েছি। ‘ব্যাচেলর’ ছবিতে ব্যাচেলর জীবনের কিছু দিক কোনো রকম রাখঢাক ছাড়া দেখাতে পেরেছিলাম। এখানে বিবাহিত এবং প্রবাহিত জীবনের কিছু দিক কোনো সুইট কোটিং ছাড়া দেখানোর সুযোগ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘চঞ্চল চৌধুরীর সাথে আমার কাজের অভিজ্ঞতাতো বহু পুরনো। এখানেও একই রকম অপ্রতিরোধ্য তিনি। এই ধরণের চরিত্র কম করার ফলে একটা দারুণ ফ্রেশনেস উনি নিয়ে এসেছেন তার অভিনয়ে। জেফার রহমানকে আমরা গায়ক হিসাবে চিনি। এখানে তাকে অচেনাই লাগবে। কিন্তু এই চরিত্রে তাকে পাওয়ার ফলে আমার গল্পটা প্রাণবন্ত হয়েছে।’

হাঙ্গামা/শারমিন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url