Urfi Javed : খোলামেলা দৃশ্যে রাজি না হওয়ায় উরফিকে আইনি নোটিশ!
Urfi Javed : খোলামেলা দৃশ্যে রাজি না হওয়ায় উরফিকে আইনি নোটিশ! |
খোলামেলা দৃশ্যে রাজি না হওয়ায় উরফিকে আইনি নোটিশ!
Urfi Javed : খোলামেলা দৃশ্যে রাজি না হওয়ায় উরফিকে আইনি নোটিশ! |
বলিউড প্রতিবেদক: ভারতীয় অভিনেত্রী ও মডেল উরফি জাভেদ আর বিতর্ক যেন একই মূদ্রার এপিঠ ওপিঠ। প্রায় প্রতিদিনই ভিন্ন ভিন্ন কারণে সমালোচিত হন তিনি, শুধু তাই নয় বেশকয়েকবার হত্যার হুমকিও পেয়েছেন উরফি। তবে তাতে পরোয়া করার পাত্রী নন তিনি।
নিয়মিত নিজের বানানো খোলামেলা পোশাকে ফটোশুট ও তা অনলাইনে প্রকাশ করাই সমালোচনার মূল কারণ। কিন্তু সেই তিনিই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাবে রাজি হননি। এতে তাকে পেতে হয়েছে আইনি নোটিশ। এই নোটিশের কারণে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন উড়ফি।
সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে উরফি বলিউডে তার শুরুর দিকের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, একটি ওয়েব সিরিজের জন্য ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব পান উড়ফি জাভেদ। কিন্তু সেই সময় এমন খোলামেলা দৃশ্যে অভিনয় করতে রাজি হননি তিনি। তাই ওই প্রতিষ্ঠান তাকে ৪০ লাখ টাকার আইনি নোটিশ পাঠায়। সেই সময় অনেক ভয় পেয়ে গিয়েছিলেন উরফি। সেই দিনের ভয়ই নাকি এখন তাকে নির্ভীক করে তুলেছে।
এ প্রসঙ্গে উরফি বলেন, ‘এখন ভাবি, সে দিনের ঘটনাই আজকের আমিকে তৈরি করেছে। আর এখন নিত্য দিন হাজারটা আইনি নোটিশ পাই। যদি সে দিন ভয় পেয়ে লুকিয়ে থাকতাম, তবে সারা জীবন ভয়ে ভয়ে থাকতে হতো। আমার মনে হয়, আমার জীবনে যা কিছু ঘটেছে তা আজকের এই মানুষটাকে তৈরি করেছে।’
Urfi Javed HD Video |
হাঙ্গামা/তনুশ্রী