Sunny Deol : সানির নজর এবার ‘বর্ডার’এ
Sunny Deol : সানির নজর এবার ‘বর্ডার’এ |
সানির নজর এবার ‘বর্ডার’এ
বলিউড প্রতিবেদক: গত ১১ অগস্ট ভারতসহ বিশ্বব্যাপি মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সানি দেওল অভিনীত ‘গদর ২’। ২২ বছর আগের অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর’ ছবির নতুন এই সিক্যুয়েল একের পর এক রেকর্ড গড়ছে বক্স অফিসে। এই ছবির মাধ্যমে বলিউডের খানদেরও টপকে গিয়েছেন সানি। এবার অন্য এক সিক্যুয়েলে নজর দিয়েছেন অভিনেতা। জানা গেছে, ‘গদর ২’র পর এবার ‘বর্ডার ২’ ছবিতে কাজ করতে চলেছেন সানি দেওল।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ ছবিটি পরিচালনা করেন জেপি দত্ত। জানা গেছে নতুন সিক্যুয়েলের পরিচালনাও তিনিই করবেন। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘বর্ডার ২’ ছবির চিত্রনাট্য। জেপি দত্ত ও নিধি দত্তের প্রযোজনায় তৈরি হতে চলেছে সিনেমাটি। শোনা যাচ্ছে, খুব শিগগিরই ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করতে চলেছেন নির্মাতারা।
২৬ বছর আগে মুক্তি পাওয়া ‘বর্ডার’ ছবিতে সানি দেওল ছাড়াও অভিনয় করেছিলেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফের মতো অভিনেতারা। তবে ‘বর্ডার ২’ ছবিতে কোন অভিনেতাদের দেখা যাবে, তা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল রেখে অ্যাকশনে ভরপুর একটি ছবি তৈরির ভাবনা রয়েছে জেপি দত্ত ও নিধি দত্তের।
হাঙ্গামা/জ্যাকুলিন