Srabanti Chatterjee : আমি ছেলেকে ভয় পাই

Srabanti Chatterjee : আমি ছেলেকে ভয় পাই
Srabanti Chatterjee : আমি ছেলেকে ভয় পাই


আমি ছেলেকে ভয় পাই: শ্রাবন্তী


টালিউড প্রতিবেদক: কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন টালিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রোববার (১৩ আগস্ট) এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। কথা বলেছেন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। সেখানে কথা প্রসঙ্গে তার একমাত্র ছেলে ঝিনুকের কথাও উঠে আসে। জানান, তিনি মা হয়েও ছেলেকে ভয় পান।

এক প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ‘আমি ছেলেকে নিয়ে কি দুশ্চিন্তা করবো! ছেলের আমাকে নিয়ে দুশ্চিন্তা হয়। ও বলে, আমি নাকি ১৬-তেই আটকে রয়েছি! ছেলেরা মাকে ভয় পায়, আমি ছেলেকে ভয় পাই! আমি পার্টি করলে শাসনও করে। ও অনেক পরিণত।’ 

ইদানীং ফিটনেস নিয়ে উদ্যোমী হয়েছেন শ্রাবন্তী। তাই নিয়মিত জিমে সময় দিতে দেখা যাচ্ছে তাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শরীরের দিকে একটু বাড়তি নজর দিচ্ছি তো বটে। আসলে আমি খেতে খুব ভালবাসি। কিন্তু মাঝে লাগামছাড়া খাওয়াদাওয়া হচ্ছিল। তাই ভাবলাম, নাহ্, এ বার শরীরের যত্ন নিতে হবে। কারণ, সামনে বেশ কিছু কাজ রয়েছে। এছাড়াও আমাদের পেশায় ফিটনেসটা খুব দরকার। তবে জিরো ফিগারে বিশ্বাসী নই। আমার ধারণা, আমাকে দেখতে খুব খারাপ লাগবে অতটা রোগা হলে। আমার শুভাকাক্সক্ষীরা বা আমার অনুরাগীও আমাকে একটু গোলগাল দেখতেই ভালবাসেন।’

বিয়ে করে কি নতুন জীবন শুরু করতে চান? এমন প্রশ্নোত্তরে শ্রাবন্তী বলেন, ‘এখনো বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বন্ধুবান্ধব আছে। আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না, কাজই আমার প্রেম।’

জন্মদিনে উপহার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ফুল ছাড়া অন্য যেকোনো জিনিস উপহার হিসেবে পেতে ভালো লাগে। সেটা খুব ছোট কিছুও হতে পারে। ফুল গাছে দেখতেই ভালো লাগে। আমি কখনোই ফুলের তোড়া উপহার হিসেবে নিই না।’

উল্লেখ্য, শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু ওরফে ঝিনুক। ক্যারিয়ারের শুরুতে ২০০৩ সালে রাজীবকে ভালোবেসে বিয়ে করেন শ্রাবন্তী। তবে সে সম্পর্ক সুখের হয়নি। ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই দম্পতি। এরপর থেকে ছেলে মায়ের সঙ্গেই থাকেন।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url