Sariful Razz : মাথা ফাঁটার কারণ জানালেন রাজ

Sariful Razz : মাথা ফাঁটার কারণ জানালেন রাজ
Sariful Razz : মাথা ফাঁটার কারণ জানালেন রাজ

মাথা ফাঁটার কারণ জানালেন রাজ


ঢালিউড প্রতিবেদক: শুক্রবার মাথায় জখম নিয়ে রক্তাক্ত অবস্থায় রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি হন অভিনেতা শরিফুল রাজ। সে সময় এই অভিনেতার হাসপাতালের বিছানায় মাথায় রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকার একটি ছবি প্রকাশ্যে আসে। যা নিয়ে গত দুদিন ধরে কম জল ঘোলা হয়নি। এবার সেদিন মাথা ফাঁটার কারণ নিজেই জানালেন এই অভিনেতা।

জানা যায়, রাজের মাথায় চারটি সেলাই করতে হয়েছে। তিনি অই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। কিন্তু সেসময় কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সে তথ্য জানা যায়নি। বরং এ বিষয়ে নানান গুঞ্জন ছড়িয়ে পড়ে শোবিজপাড়ায়। ‘পরীমণি-রাজের মধ্যে ঝগড়া হয়েছে, সেখান থেকেই মাথায় আঘাত পেয়েছেন রাজ’ এমনটাও দাবি করা হয়। এ বিষয়ে এই তারকা দম্পতির কেউই মুখ খোলেননি।

বিষয়টি নিয়ে যখন নানা জল্পনার ডালপালা মেলছে তখন গণমাধ্যমের কাছে সেদিনের ঘটনা জানালেন শরিফুল রাজ। অভিনেতা জানান, গাড়ি দুর্ঘটনার কারণে মাথায় আঘাত পেয়েছেন তিনি। পরীমণির সঙ্গে কোনো ঝামেলা হয়নি।

রাজ বলেন, ‘ঘটনার দিন তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই দুর্ঘটনা ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায় আমার গাড়ি। এসময় গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতেই জখমের সৃষ্টি হয়।’

পরীর সঙ্গে কোনো ঝামেলা বা কিছু হয়নি জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমাদের মধ্যে কোনো দাম্পত্য কলহ থেকে আঘাতপ্রাপ্তির ঘটনা ঘটেনি। কিছু অতিউৎসাহী মানুষ এসব গল্প ছড়াচ্ছে।’

তবে রাজের এমন বর্ণনা হয়তো অনেকেরই বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। এটা যদি স্রেফ সড়ক দুর্ঘটনাই হয়, তাহলে সেদিন রাজ কিংবা তার আশেপাশের কেউ সে কথা জানায়নি কেন? আর অই একই দিন পরীমণিকে কেন হাসপাতালে ভর্তি হতে হলো। তবে কি রাজ কিছু লুকোতে চেয়ে নতুন গল্প সাজিয়েছেন বলেও মনে করেন অনেকে। 

এর আগে, বুধবার (১৬ আগস্ট) রাতে গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। এ সময় তাদের সঙ্গে ছিলেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। এমন একটি ভিডিও ও বেশ কয়েকটি ছবি বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে তাপসের ফেসবুক ভেরিফায়েড পেজে প্রকাশিত হয়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’

হাঙ্গামা/মৃদুলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url