Sanjay Dutt : শুটিং করতে গিয়ে আহত সঞ্জয় দত্ত

Sanjay Dutt : শুটিং করতে গিয়ে আহত সঞ্জয় দত্ত
Sanjay Dutt : শুটিং করতে গিয়ে আহত সঞ্জয় দত্ত


শুটিং করতে গিয়ে আহত সঞ্জয় দত্ত


বলিউড প্রতিবেদক: বলিউডের ব্লক ব্লাস্টার সিনেমা আইস্মার্ট শঙ্কর-এর সিক্যুয়েল ডাবল আইস্মার্ট’র শ্যুটিং করছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। সেখানে মাথায় আঘাত পেয়েছেন তিনি। ছবির একটি স্থানে তলোয়ারের লড়াই ছিলো। সেই দৃশ্যে অভিনয়ের সময় অভিনেতার মাথায় আঘাত লাগে। আঘাতে মাথার কয়েক স্থানে কেটে যায়।

মুম্বাইয়ে কয়েক মাস আগে শুরু হয় পুরী জগন্নাথ পরিচালিত ডাবল আইস্মার্ট ছবির শ্যুটিং। বর্তমানে এর বাকি অংশের কাজ চলছে থাইল্যান্ডে। সেখানেই এমন দুর্ঘটনার শিকার হন ‘মুন্না ভাই’। আহত হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেয়া হয় তাকে। অভিনেতার মাথায় জখম বেশি হওয়ায় সেখানে সেলাই দিতে হয়। তবে সেলাই দেওয়ার পরপরই ফিরে এসে ফের ক্যামেরার সামনে দাড়ান সঞ্জয়।

গত জুলাইয়ে ছবিটির পোস্টার প্রকাশ করেছেন এর নির্মাতা। সেখানে দেখা যায় সঞ্জুর আঙুল ও মুখে ট্যাটু। রয়েছে দাড়ি। জানা যায়, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের ৮ মার্চ মুক্তি পাবে ডাবল আইস্মার্ট। ছবিটি রিলিজ করা হবে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালায়লম ভাষায়।

হাঙ্গামা/তনুশ্রী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url