Razz-Pori : মারামারিতে মাথা ফাটে রাজের, হাত কাটে পরীর!

Razz-Pori : মারামারিতে মাথা ফাটে রাজের, হাত কাটে পরীর!
Razz-Pori : মারামারিতে মাথা ফাটে রাজের, হাত কাটে পরীর!


মারামারিতে মাথা ফাটে রাজের, হাত কাটে পরীর!


ঢালিউড প্রতিবেদক: শুক্রবার (১৮ আগস্ট) জ্বর নিয়ে রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি হন অভিনেত্রী পরীমণি এবং রক্তাক্ত অবস্থায় মাথা ফাঁটা নিয়ে ভর্তি হন অভিনেত্রীর স্বামী শরিফুল রাজ। এমন খবর মুহূর্তেই টক অব দ্যা কান্ট্রিতে পরিনত হয়। সামাজিক মাধ্যমেও ভাইরাল হয় রাজের রক্তাক্ত ছবি ও হাসপাতালে তোলা পরীমণির হাতের ক্যানোলার ছবি। 

সেসময় পরীমণির জ্বরের কথা শোনা গেলেও এখন সামনে এলো ভিন্ন তথ্য। জানা গেলো রাজের মাথা ফাঁটার কারণও। একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে রাজধানীর নিকেতনে এক নির্মাতার অফিসে তুমুল মারামারি-ধস্তাধস্তি হয় রাজ-পরীমণির মধ্যে। সেখানে উপস্থিত ছিলেন শোবিজের একাধিক লোকজন। ছিলেন অন্য আরেক নায়িকা তমা মির্জা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি গণমাধ্যমে জানিয়েছেন, ‘তাদের একজন রাজ-পরীর মারামারি থামাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে আছেন।

অন্যদিকে, পরীমণি জ্বরের চিকিৎসা নেওয়ার কথা বললেও হাসপাতালের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, জ্বর নয়, কাটা হাত নিয়ে হাসপাতালে গেছেন তিনি। সেলাই না লাগলেও ড্রেসিং করাতে হয়েছে তাকে। প্রাথমিক চিকিৎসা শেষে বসুন্ধরায় নিজের বাসায় চলে যান অভিনেত্রী।

পরীর স্বামী রাজের মাথায়ও করতে হয়েছে চারটি সেলাই। তিনিও চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরে গেছেন। সেসময় এ প্রসঙ্গে রাজের কোনো মন্তব্য পাওয়া না গেলেও পরী জানান, ‘রাজ কোথায় জানি না, আমি হাসপাতালে। আমার অনেক জ্বর, কথা বলতে পারছি না।’

অপরদিকে, অই একই হাসপাতালে ভর্তি রয়েছেন আরেক অভিনেত্রী তমা মির্জা। ফেসবুকে পরীর পোস্ট করা ছবি ও ক্যাপশনেও রয়েছে সেই প্রমাণ। সেখানে দেখা গেছে, ক্যানোলা লাগানো দুটি হাত। এক হাত আরেক হাতকে ধরে রেখেছে। এর ক্যাপশনে পরী লিখেছেন, ‘আমরা পরীতমা।’ এর কমেন্টে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন’।

সম্প্রতি সন্তানের ভবিষ্যতের কথা বলে আবারও এক হওয়ার প্রতিশ্রুতি নিয়ে পরীমণির বসুন্ধরার বাসায় ফিরেছিলেন রাজ। সেখান থেকে তিনি জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই বদলে গেল তাদের ভালোথাকার চিত্র।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url