Razz-Pori : মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমণি

Razz-Pori : মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমণি
Razz-Pori : মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমণি


মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমণি


ঢালিউড প্রতিবেদক: গত দুদিন ধরে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির বেশ কিছু হাস্যোজ্জ্বল ছবি ও একটি ভিডিও দেখে সবাই ধরেই নিয়েছিলেন বিভেদ ভুলে আবারও এক ছাদের নিচে এসেছেন তারা। অবশ্য তাদের দুজনের কথায় তেমনই আভাস ছিলো। এমনকি পরীমণির বসুন্ধরার বাসায় ফিরে গিয়ে রাজ গণমাধ্যমে বলেছেন ‘আমরা ভালো আছি। ঠিকঠাক আছি’। কিন্তু এর দুদিন না যেতেই আবারও দৃশ্যবদল!

বিভিন্ন সূত্রে জানা গেছে, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শরিফুল রাজ। তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেই তথ্য জানা যায়নি। শুক্রবার রাতেই তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই।

বর্তমানে ওই একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী পরীমণি। জানা গেছে, জ্বর-ঠান্ডার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। নিজের ফেসবুক একাউন্টে দেয়া একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরীতমা।’ ছবিতে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে রয়েছেন। ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন।’

এর আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমণি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে মাথায় আঘাতের বিষয়ে রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরীমণির কাছে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি হাসপাতালে। রাজ কোথায় আমি জানি না। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।’

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url