Pori Moni : ছেলের জন্মদিনে খরচ ১৫ লাখ, দেখুন ফটো এলবাম

Pori Moni : ছেলের জন্মদিনে খরচ ১৫ লাখ, দেখুন ফটো এলবাম
Pori Moni : ছেলের জন্মদিনে খরচ ১৫ লাখ, দেখুন ফটো এলবাম


ছেলের জন্মদিনে খরচ ১৫ লাখ, দেখুন ফটো এলবাম


ঢালিউড প্রতিবেদক: ১০ আগস্ট (বৃহস্পতিবার) ছিলো অভিনেত্রী পরমিণির ছেলে শাহীম মুহাম্মদ পদ্ম’র প্রথম জন্মদিন। বিশেষ এই দিনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরেই অভিনেত্রীর বাড়িতে চলছিল উৎসব আয়োজন। তবে এদিন রাত সাড়ে ৯টায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় জন্মদিন উদযাপনের মূল আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি পরীমনির আত্মীয়-স্বজনও। তবে ছেলের প্রথম জন্মদিনে বাবা শরীফুল রাজকে কোথাও দেখা যায়নি।

জন্মদিনের মঞ্চে পরীমণি ও ছেলে পদ্ম
জন্মদিনের মঞ্চে পরীমণি ও ছেলে পদ্ম


এই জমকালো আয়োজনের খরচ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে আমাকে এত কষ্ট নিতে হতো না। রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি।’

পরীর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস।
পরীর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস।


তিনি আরো বলেন, ‘রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’

পরীর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে সস্ত্রীক নির্মাতা হিমেল আশরাফ।
পরীর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে সস্ত্রীক নির্মাতা হিমেল আশরাফ।


জানা যায়, বুধবার রাতে পরীমণির বাসায় এসেছিলেন শরীফুল রাজ। কিন্তু সেসময় ছেলে রাজ্যের সাথে দেখা হলেও পরীমণির সাথে দেখা হয়নি তার। কারণ সেসময় পরী একটি রুমে দরজা বন্ধ করে বসেছিলেন। তবে ছেলের জন্মদিনে রাজের দেখা পাওয়া যাবে এমনটা ভেবেছিলেন অনেকেই। কিন্তু রাজ্যের জন্মদিনের পুরো আয়োজন একা হাতেই সামলেছেন পরী।  কোথাও দেখা যায়নি রাজকে।



উল্লেখ্য, গত ২০ মে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে তার ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকেই দুজন আলাদা থাকছেন।




হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url