Pooja Bhatt : আমি এখন আরো বেশি লজ্জাহীন

Pooja Bhatt : আমি এখন আরো বেশি লজ্জাহীন


আমি এখন আরো বেশি লজ্জাহীন : পূজা ভাট


বলিউড প্রতিবেদক: প্রথমবারের মতো বিগ বসের ঘরে পা রাখেন বলিউডের নির্মাতা মহেশ ভাটের কন্যা অভিনেত্রী পূজা ভাট। সদ্যই শেষ হওয়া ‘বিগ বস ওটিটি টু’ আসরে সেরা ৫ জনের তালিকায় জায়গা করে নেন তিনি। আগে থেকেই খোলামেলা পোশাক-পরিচ্ছদ ও কর্মকান্ডের কারণে আলোচনায় থাকতেন পূজা। এবার বিগ বসের আসরে এসে আরো লজ্জাহীন ও নির্ভিক হয়েছেন তিনি। গণমাধ্যমে সে কথা নিজেই বললেন এই অভিনেত্রী।

বিগ বসের অভিজ্ঞতা জানিয়ে পূজা ভাট বলেন, ‘এত মানুষের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। আমার মনে হয়, অনেক আগে সিনেমা ছেড়ে ‘বিগ বস’-এ আসা উচিত ছিল। আমাকে অনেকেই বারণ করেছিল অংশ না নিতে। তবে আমার এমন কিছু করতে ইচ্ছে হয়েছিল, যা আমাকে হয় ডুবিয়ে দিবে নয়তো ভাসাবে। অনেক মানুষ আমাকে না করেছিল। বলেছিল, এই শো’তে অংশগ্রহণ করলে আমি লোকের চোখে খারাপ হয়ে যাবো। কিন্তু আমি তাদের কারো কথাই শুনিনি। আমার মধ্যে একটা জেদ ছিল যে এবার অংশ নিতেই হবে।’

তিনি বলেন, ‘এ প্রতিযোগিতায় অংশ নিয়ে জীবনের অনেক কিছু বদলে গেছে। আমার মনে হয়, ‘বিগ বস’-এ আসার পর আমি আরো বেশি নির্ভীক, লজ্জাহীন হয়েছি। আমি আরো খোলামেলা কথা বলতে চাই, পরিপূর্ণভাবে জীবনে বাঁচতে চাই।’

বিগ বসের চূড়ান্ত পর্বে বাদ পড়েন পূজা। কিন্তু প্রতিযোগীতা থেকে বেরিয়ে এসে একবারের জন্যও ‘বিগ বস’ নিয়ে খারাপ কিছু বলেননি তিনি। উল্টো জানিয়েছেন, বাবা মহেশ ভাটের অনুরোধে বিগ বসের ঘরে যেতে রাজি হয়েছিলেন। আর যখন ফিরেছেন, তখন অনেকের ভালোবাসা পেয়েছেন।

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url