Nusrat Jahan : ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ, যা বললেন নুসরাত
Nusrat Jahan : ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ, যা বললেন নুসরাত |
২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ, যা বললেন নুসরাত
টালিউড প্রতিবেদক: ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে টালিউড অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ জমা পড়েছে। এ বিষয়ে বুধবার (২ আগস্ট) কলকাতা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অভিনেত্রী।
সংবাদ সম্মেলনে নুসরাত জানান, গতকাল (১ আগস্ট) গভীর রাতে বাড়ি ফেরায় কথা বলতে পারেননি। আর বাড়ি দুর্নীতির অর্থে কেনেননি। তিনি বলেন, ‘যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, তাদের থেকেই ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা ঋণ নিয়েছিলাম। সেই টাকায় বাড়ি কিনেছি। ২০১৭ সালের ৬ মে সুদসহ ১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছি কোম্পানিকে। ব্যাংকের নথি আছে আমার কাছে। ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি যে, আমি দুর্নীতিতে যুক্ত নই। আমি এক পয়সা নিলেও এখানে আসতাম না।’
গত মঙ্গলবার শুভেন্দু অধিকারী একটি সংস্থার নাম বলেছিলেন। জানিয়েছিলেন, সেই সংস্থার নামেই দুর্নীতি করেছিলেন বসিরহাটের সংসদ সদস্য নুসরাত। সে প্রসঙ্গ টেনে অভিনেত্রী জানান, ওই সংস্থা থেকেই ঋণ নিয়েছিলেন। কিন্তু সেই অর্থ ফেরতও দিয়েছেন তিনি।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল মুখপাত্র বলেন, ‘দলের পক্ষ থেকে নুসরাতকে সতর্ক করা হলেও কাজ হয়নি। তিনি নিজের মর্জির মালিক। তাছাড়া নুসরাত এমন কোনো বড় মাপের নেত্রী নন যে দলকে তার পাশে দাঁড়াতে হবে। আবাসন দুর্নীতির অভিযোগ নিয়ে আপাতত নুসরাতের পাশে নেই দল। নুসরাত যা করেছেন তা ব্যক্তিগত ভাবে। যখন দুর্নীতির অভিযোগ উঠেছিল তখন নুসরাতের সঙ্গে তৃণমূলের তেমন কোনো যোগ ছিল না। দল বা নিজের কেন্দ্রে তেমন সময় না দেয়ার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে নুসরাতের টিকিট পাওয়ার সম্ভাবনাও নেই। তবে শেষ কথা দলনেত্রী বলবে। তিনি যেমন নির্দেশ দেবেন দলের পক্ষে তেমনি ঘোষণা আসবে।’
হাঙ্গামা/প্রিয়াঙ্কা