Mostofa Sarwar Farooki : নাসির উদ্দিন রকস

Mostofa Sarwar Farooki : নাসির উদ্দিন রকস
Mostofa Sarwar Farooki : নাসির উদ্দিন রকস


নাসির উদ্দিন রকস: ফারুকী


ছোটপর্দা প্রতিবেদক: বর্তমান সময়ে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে তুমুল আলোচিত মুখ অভিনেতা নাসির উদ্দিন খান। অভিনয়গুণে ইতোমধ্যে জয় করে নিয়েছেন সব শ্রেণির দর্শকের হৃদয়। এবার প্রথমবারের মতো কাজ করছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায়। তবে সিনেমা কিংবা সিরিজে নয়, তা হচ্ছে বিজ্ঞাপন।

সম্প্রতি ফারুকী-নাসির একসঙ্গে কাজ করেছেন ৬টি বিজ্ঞাপনে। দেশের একটি মোবাইল কোম্পানির ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্মর বিজ্ঞাপন এগুলো। শিগগিরই বিজ্ঞাপনগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

নাসিরের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে ফারুকী বলেন, ‘অনেক দিন পর হিউমারাস রুটে ৬টা বিজ্ঞাপনের একটা সিরিজ করে ভীষণ আনন্দ পেলাম। ছয়টা ভিন্ন চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় টিভিসিগুলোকে সমৃদ্ধ করেছে। নাসির উদ্দিন রকস!’

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url