Mimi Chakraborty : বিয়ের আগেই ডিভোর্সের কথা ভাবছেন মিমি!

Mimi Chakraborty : বিয়ের আগেই ডিভোর্সের কথা ভাবছেন মিমি!
Mimi Chakraborty : বিয়ের আগেই ডিভোর্সের কথা ভাবছেন মিমি!


বিয়ের আগেই ডিভোর্সের কথা ভাবছেন মিমি!


টালিউড প্রতিবেদক: কাজ ও পরিবার নিয়েই ব্যস্ত রয়েছেন কলকাতার অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তার সমসাময়িক নায়িকারা যখন বিয়ে করে সন্তানের মা হয়েছেন তখনো তিনি সিঙ্গেল জীবন যাপন করছেন। বয়স ত্রিশ পেরোলেও এখনো সাতপাকে বাঁধা পরেননি তিনি। অথচ বিয়ে নিয়ে তার ভাবনা অনেকটাই নেতিবাচক। যেমন বিয়ের আগেই ডিভোর্স এর কথা ভাবরেছন এই অভিনেত্রী। সম্প্রতি তার ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে তেমন আভাসই মিললো।



স্টোরিতে মিমি চক্রবর্তী লিখেছেন, ‘অর্ধেকের বেশি বিয়ে টেকে না। এখন ৫০% বিয়ে গড়ায় ডিভোর্সে। কিন্তু পিজ্জা ডেলিভারি ১০০% খুশি বয়ে আনে, তাই পিজ্জা ১, ভালোবাসা ০।’



এতে বোঝাই যাচ্ছে, বিষয়টা মজার ছলেই লিখেছেন অভিনেত্রী। মাঝেমধ্যেই সামাজিকমাধ্যমে এরকম মজাদার পোস্ট শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। দিন কয়েক আগে একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন মিমি। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁয় বসে জমিয়ে ডেজার্ট খাচ্ছেন নায়িকা। ডায়েট ভুলে জিভে জল আনা লোভনীয় কেক-পেস্ট্রিতেই মন তাঁর। ব্যাকগ্রাউন্ডে বাজছে ভাইরাল ভয়েস ওভার। তাতে শোনা গেল- ‘এখনো আমার ছেলেমানুষী শেষ হচ্ছে না, আর আমার বন্ধুদের বাচ্চা হচ্ছে, বুঝতে পারছিনা দুনিয়া দ্রুত গতিতে চলছে নাকি আমি ধীর গতিতে।’



খুব শিগগিরই বলিউডে জার্নি শুরু করছেন মিমি চক্রবর্তী। ‘পোস্ত’র হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ মুক্তি পাবে চলতি বছরেই। এছাড়াও দুর্গাপূজায় আবির চট্টোপাধ্যায় সঙ্গে জুটি বেঁধে ‘রক্তবীজ’ নিয়ে আসছেন তিনি। বর্ধমান বিস্ফোরণের মতো মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প। ছবির ফার্স্ট লুকের পর, সদ্যই প্রকাশ্যে এসেছে ‘রক্তবীজ’ এর মোশন পোস্টার। পরিচালনায় আছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url