Mia Khalifa : বিয়ে কোনো পবিত্র বিষয় নয়

Mia Khalifa : বিয়ে কোনো পবিত্র বিষয় নয়
Mia Khalifa : বিয়ে কোনো পবিত্র বিষয় নয়


বিয়ে কোনো পবিত্র বিষয় নয় : মিয়া খলিফা


বিশেষ প্রতিবেদক: একসময় নিষিদ্ধ নীল ছবির জগতের রানি ছিলেন মিয়া খলিফা। তিনি এই জগতে ছিলেন মাত্র তিন মাস, আর এই স্বল্প সময়েই পৌঁছে যান চাহিদার শীর্ষে। এরপর নীল দুনিয়া ছেড়ে বেরিয়ে আসলেও সমালোচনা পিছু ছাড়েনি তার। বর্তমানে বিভিন্ন খেলার কমেন্ট্রি করেন তিনি, কিন্তু এখনো তার নামের পাশের পর্নতারকা শব্দটি মুছতে পারেননি।

Mia Khalifa : বিয়ে কোনো পবিত্র বিষয় নয়
Mia Khalifa : বিয়ে কোনো পবিত্র বিষয় নয়


ব্যক্তিগত জীবনে মিয়া দুইবার বিয়ে করেছেন, তিনবার সেরেছেন বাগদান। কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি। সেই তিনিই এবার নারী ভক্তদের বিয়ের বিষয়ে পরামর্শ দিলেন। আর তাতেই সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন সাবেক এই পর্নতারকা। সম্প্রতি নিজের টিকটক অ্যাকাউন্টে এক মিনিটের একটি ভিডিওতে বিয়ে নিয়ে নারীদের কিছু পরামর্শ দিয়েছেন।

Mia Khalifa : বিয়ে কোনো পবিত্র বিষয় নয়
Mia Khalifa : বিয়ে কোনো পবিত্র বিষয় নয়


ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মেয়েরা তোমরা জানো না, এই খেলায় আমি টম ব্র্যাডি (সাবেক আমেরিকান ফুটবলার)। প্রথম বিয়ে ১৮ বছর বয়সে করেছি ২১-এ ছেড়েছি, দ্বিতীয় বিয়ে ২৫-এ করেছি ২৮-এ ছেড়েছি। তৃতীয়বার বাগদান সেরেছি ২৯ বছর বয়সে এরপর ত্রিশেই সেটা ভেঙে দিয়েছি। কিন্তু আমি আংটিটি নিজের কাছে রেখে দিয়েছি এবং টম ব্র্যাডিকে আমার পায়ের আঙুলে রাখি। আমাদের এইসব পুরুষদের ছেড়ে যেতে ভয় পাওয়া উচিত নয়। আমরা এই লোকদের সঙ্গে আটকে নেই।’

Mia Khalifa : বিয়ে কোনো পবিত্র বিষয় নয়
Mia Khalifa : বিয়ে কোনো পবিত্র বিষয় নয়


মিয়া খলিফা আরো বলেন, ‘বিয়ে কোনো পবিত্র বিষয় নয়, বরং এটি একটি কাগজের কাজ। এটি এমন একটি প্রতিশ্রুতি যা আপনি কাউকে দেন। কিন্তু যদি মনে করেন সেই প্রতিশ্রুতি থেকে আপনি কিছু পাচ্ছেন না এবং বেরিয়ে আসতে চাচ্ছেন- তাহলে আপনার বেরিয়ে আসা উচিত। কাগজের এইসব কাজ সারতে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। তারপরও বিয়ে ভেঙে বেরিয়ে আসা উচিত। এবার ভাবুন আপনি কি কারো সঙ্গে দীর্ঘকাল আটকে থাকতে চান কিনা?’



বিয়ে নিয়ে তার এমন মন্তব্যে সমালোচনায় মেতেছে নেটিজেনরা। ভিডিওর মন্তব্যের ঘরে সতর্কবাণী দিয়ে একজন লেখেন, ‘কোনো পর্নতারকার কাছ থেকে বিয়ের পরামর্শ নিয়ো না।’ আরেকজন তিরস্কারের সুরে লেখেন, ‘বিয়ে নিয়ে তার ভাবনা শুনতে আমরা অধীর অপেক্ষায় আছি।’ আবার কেউ লিখেছেন, ‘মিয়া খলিফার মুখে বিয়ের কথা অনেকটা কসাই কর্তৃক নিরামিষভোজীকে পরামর্শ দেওয়ার মতো।’



হাঙ্গামা/এঞ্জেলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url