Kisi Ka Bhai Kisi Ki Jaan : বাংলাদেশে মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা

Kisi Ka Bhai Kisi Ki Jaan : বাংলাদেশে মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা
Kisi Ka Bhai Kisi Ki Jaan : বাংলাদেশে মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা 


বাংলাদেশে মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা 


ঢালিউড প্রতিবেদক : শাহরুখ খান অভিনীত ‘পাঠান’র পর এবার বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। সাফটা চুক্তিতে আমদানি প্রক্রিয়ায় আগামী ২৫ আগস্ট সিনেমাটি মুক্তি দেয়ার কথা রয়েছে। এর আগে শুক্রবার (১৮ আগস্ট) চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছবিটি মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান এনইউ আহমেদ ট্রেডার্স-এর কর্ণধার ও প্রযোজক কামাল কিবরিয়া লিপু। তিনি বলেন, গেল মে মাসে তথ্য মন্ত্রণালয়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রদর্শনের অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। এরপর শুক্রবার সেন্সর পেয়েছে। রোববার (২০ আগস্ট) সেন্সর ছাড়পত্র হাতে পাব।

অ্যাকশন কমেডি ধাঁচের ‘কিসি কা ভাই কিসি কি জান’ নির্মাণ করেছেন বলিউড নির্মাতা ফরহাদ সামজি। এটি গেল ২৩ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পায়। এতে ভারতীয় অভিনীত সালমান খানের বিপরীতে অভিনয় করেন পূজা হেগড়ে। এছাড়াও আরো অভিনয় করেছেন ভেঙ্কটেশ ডাগুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং প্রমুখ।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url