KathGolap : ভারতে কাঠগোলাপের ওয়ার্ল্ড প্রিমিয়ার

KathGolap : ভারতে কাঠগোলাপের ওয়ার্ল্ড প্রিমিয়ার
KathGolap : ভারতে কাঠগোলাপের ওয়ার্ল্ড প্রিমিয়ার


ভারতে কাঠগোলাপের ওয়ার্ল্ড প্রিমিয়ার


ঢালিউড প্রতিবেদক: গত কান চলচ্চিত্র উৎসবে পোস্টার উন্মোচন করা হয় বাংলাদেশের সিনেমা ‘কাঠগোলাপ’র। এবার ভারতে হলো ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। দিল্লিতে অনুষ্ঠেয় ১১তম জাগরান ফিল্ম ফেস্টিভ্যালে (জেএফএফ) অংশ নিয়েছে ছবিটি। শনিবার (০৫ আগস্ট) এই উৎসব দিয়ে প্রথমবারের মতো প্রদর্শিত হলো সাজ্জাদ খান পরিচালিত সিনেমাটি।

খবরটি নিশ্চিত করে পরিচালক সাজ্জাদ খান আমাদের নতুন সময়কে বলেন, ‘ভারতের অন্যতম জনপ্রিয় একটি আন্তর্জাতিক সিনেমা উৎসব এটি। অত্যন্ত সুসংগঠিত একটি জুরিবোর্ডের মাধ্যমে সিনেমাগুলো প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। সেখানে ‘কাঠগোলাপ’ নির্বাচিত হওয়ায় আমরা খুবই আনন্দিত।’

তিনটি ভিন্ন ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘কাঠগোলাপ’ সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম। এছাড়া আরও আছেন রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা জামান, সুজন হাবিব, দিলরুবা দোয়েল, এ কে আজাদ সেতু, কুন্তল বিশ্বাস প্রমুখ।

হাঙ্গামা/মৃদুলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url