Jailer : রজনীকান্তের সিনেমা দেখার জন্য ছুটি ঘোষণা!

Jailer : রজনীকান্তের সিনেমা দেখার জন্য ছুটি ঘোষণা!
Jailer : রজনীকান্তের সিনেমা দেখার জন্য ছুটি ঘোষণা!


রজনীকান্তের সিনেমা দেখার জন্য ছুটি ঘোষণা!


সাউথ ইন্ডিয়ান প্রতিবেদক: ১০ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তামিল সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেইলার’। এ উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে দিনটিতে ছুটি ঘোষণা করা হয়েছে। মুক্তির প্রথম দিনেই যেন কর্মীরা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারেন সেজন্যই এই ছুটির ঘোষণা। শুধু তাই নয়, বিভিন্ন অফিসে কর্মীদের বিনামূল্যে টিকিটও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রজনীকান্তের সিনেমা মুক্তিকে কেন্দ্র করে ভক্তদের পাগলামো নতুন নয়। এর আগেও এমন বিষয় আলোচনায় এসেছে। দুই বছর পর পর্দায় এই তারকার নতুন ছবি আগমনের খবরে তামিলনাড়ুতে তুমুল উচ্ছ্বাস-উন্মাদনা বিরাজ করছে। সামাজিক মাধ্যমে ‘ইউনো অ্যাকুয়া কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের ছুটির ঘোষণা ব্যাপক ভাইরাল হয়েছে। প্রতিষ্ঠানটির ছুটির নোটিশে বলা হয়েছে, ‘সুপারস্টার রজনীকান্তের ‘জেইলার’ সিনেমা মুক্তি উপলক্ষে ১০ আগস্ট আমরা ছুটি ঘোষণা করছি। এছাড়া পাইরেসি বন্ধে উৎসাহ দিতে আমরা আমাদের কর্মীদেরও বিনামূল্যে টিকিট সরবরাহ করছি।’

উল্লেখ্য, ২০০ কোটি রুপি বাজেটের ‘জেইলার’ সিনেমাটি নির্মাণ করেছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই ছবিতে রজনীকান্তের সঙ্গে আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। 

হাঙ্গামা/সুদিপা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url