Idhika Paul : ‘ইনশাআল্লাহ’ বলে তোপের মুখে ইধিকা

Idhika Paul : ‘ইনশাআল্লাহ’ বলে তোপের মুখে ইধিকা
Idhika Paul : ‘ইনশাআল্লাহ’ বলে তোপের মুখে ইধিকা 


‘ইনশাআল্লাহ’ বলে তোপের মুখে ইধিকা 


টালিউড প্রতিনিধি: গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছে ঢাকার ছবি ‘প্রিয়তমা’। যেখানে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশে শুটিং করতে এসে ভালো সময় কাটিয়েছেন তিনি। কয়েকদিন আগেই গণমাধ্যমেও জানিয়েছেন সে কথা।

তিনি বলেছিলেন, ‘এখানকার মানুষের আতিথেয়তা ও ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের মানুষের একটা ব্যাপার আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে ‘ইনশাআল্লাহ’। সমস্ত কিছু ভালো হলে বলে ‘ইনশাআল্লাহ’। ওইটা আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি। মাঝে মাঝে কোনো কিছু ভালো হলে আমিও বলে দেই ‘ইনশাআল্লাহ’।  আরেকটা হচ্ছে ‘বিসমিল্লাহ’। তারা কোনো কাজ শুরুর আগে এটা ব্যবহার করেন। এই দুটি শব্দ আমি নিজের শব্দভাণ্ডারে যোগ করেছি।’
Idhika Paul : ‘ইনশাআল্লাহ’ বলে তোপের মুখে ইধিকা
Idhika Paul : ‘ইনশাআল্লাহ’ বলে তোপের মুখে ইধিকা 


এমন বক্তব্যের পর নিজ দেশ ভারতের হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন ইধিকা। তারা অভিনেত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন, ‘আপনি কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন!’ আবার কেউ বলছেন, ‘ওদের থেকে তো এটা শিখেছেন, আপনি কী শিখিয়েছেন ওদের?’

এর আগেও, অনেক অভিনেত্রীই ওপার বাংলায় গিয়ে কাজ করেছেন, আবার সেখান থেকেও কলকাতায় এসেছেন। কিন্তু, সে দেশের সঙ্গে মিশে গেছেন এভাবে, এমন অভিনেত্রীর সংখ্যা খুব কম। সামাজিক মাধ্যমে এমন মন্তব্যও করেছেন কট্টরপন্থিদের অনেকে। যদিও এ সকল মন্তব্যের বিপরীতে এখনো কিছুই বলেননি ইধিকা। বরং ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যই বর্তমানে উপভোগ করছেন তিনি।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url