Dream Girl : কে এই ‘ড্রিম গার্ল’, নায়ক নাকি নায়িকা?
কে এই ‘ড্রিম গার্ল’, নায়ক নাকি নায়িকা? |
কে এই ‘ড্রিম গার্ল’, নায়ক নাকি নায়িকা?
বলিউড প্রতিবেদক: ২০১৯ সালে মুক্তি পেয়েছিলো রাজ শান্ডিল্য পরিচালিত বলিউডি সিনেমা ‘ড্রিম গার্ল’। সে ছবিতে কেন্দ্রিয় চরিত্র পূজা পুরুষদের স্বপ্নসুন্দরী হয়ে উঠেছিলেন। কিন্তু এমন আলোচিত নারী চরিত্রটিতে অভিনয় করেননি কোনো নায়িকা বা অভিনেত্রী। এ চরিত্রে লাস্যময়ী অবতারে দর্শকদের মন কেড়েছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। ২৮ কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিসে ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল।
‘ড্রিম গার্ল’র ব্যপক সাফল্যের পর এবার আসছে এর সিকুয়্যাল। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘ড্রিম গার্ল ২’র ট্রেলার। যেখানে হাসি-মজা-হুল্লোড়ে ভরা নতুন গল্পের আভাস পাওয়া যাচ্ছে। প্রথম পর্বের মতো এবারো পূজা চরিত্রে রয়েছেন আয়ুষ্মান।
আগের সিনেমায় আয়ুষ্মানের বিপরীতে ছিলেন নুসরাত ভারুচা। এবারের সিনেমায় নায়িকা অনন্যা পাণ্ডে। এতে পরীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আয়ুষ্মানের বাবার ভূমিকায় অন্নু কাপুরই রয়েছেন। এছাড়াও আরোও অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়াস, মনোজ জোশী, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ আগস্ট ভারতের পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ড্রিম গার্ল ২’।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা