Barbie : সমকামিতার অভিযোগ, নিষিদ্ধ ‘বার্বি’
Barbie : সমকামিতার অভিযোগ, নিষিদ্ধ ‘বার্বি’ |
সমকামিতার অভিযোগ, নিষিদ্ধ ‘বার্বি’
হলিউড প্রতিবেদক: সময়ের আলোচিত সিনেমা ‘বার্বি’। যেখানে রূপান্তরকামী বা সমকামীতার বিষয়টি দেখানো হয়েছে―এমন অভিযোগে সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। অন্যদিকে একই অভিযোগে মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননেও সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষনা করে প্রদর্শন বন্ধ করা হয়েছে। এছাড়া, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দেয়নি দেশগুলোর সরকার। তবে সৌদি আরবসহ রক্ষণশীল বিভিন্ন দেশে সিনেমাটি দেখানো হচ্ছে।
কুয়েতের সিনেমা সেন্সরশিপ কমিটির প্রধান লাফি আল-সুবেই জানিয়েছেন, ‘বার্বি’ কুয়েতি সমাজকে ভুল পথে চালিত করতে পারে। এমনিতেই যেকোনো বিদেশি চলচ্চিত্রের বিষয়ে সিদ্ধান্ত নেয় সেন্সর কমিটি। ছবিতে যে দৃশ্য দেখানো হয়েছে, তা জনসাধারণের নীতি-নৈতিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’
তিনি আরো বলেন, ‘কুয়েতের অধিবাসীরা অত্যন্ত রক্ষণশীল। সে কারণে সমকামিতাকে নিষিদ্ধ করা হয়েছে। তাই জাতিগত দিকে আঘাত হানে এমন কোনো চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না।’
লেবানিজ সংস্কৃতিমন্ত্রী মুহম্মদ মোর্তাদা জানিয়েছেন, ‘সমকামিতার প্রচার’ করার জন্য সেন্সর বোর্ডকে এই সিনেমা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। সিনেমাটি লেবাননের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী, কারণ এটি বিকৃতি ও লিঙ্গ রূপান্তরকে উৎসাহিত করে। সিনেমাটি বাবার অভিভাবকত্বকে প্রত্যাখ্যান করে, মায়ের ভূমিকাকে খাটো ও অপমান করে। আর বিয়ে ও পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।’
এদিকে, মার্গট রবি ও রায়ান গসলিং অভিনীত ‘বার্বি’ বিশ্বব্যাপী মুক্তি পায় গেল ২১ জুলাই। ইতোমধ্যেই বিশ্বজুড়ে ১.০৩ বিলিয়ন ডলার আয় করে নিয়েছে সিনেমাটি।
হাঙ্গামা/এলেক্স