Apu Biswas : জানা গেলো অপু বিশ্বাসের ডিবি কার্যালয়ে যাওয়ার আসল কারণ

Apu Biswas : জানা গেলো অপু বিশ্বাসের ডিবি কার্যালয়ে যাওয়ার আসল কারণ
Apu Biswas : জানা গেলো অপু বিশ্বাসের ডিবি কার্যালয়ে যাওয়ার আসল কারণ


জানা গেলো অপু বিশ্বাসের ডিবি কার্যালয়ে যাওয়ার আসল কারণ


ঢালিউড প্রতিবেদক: রবিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি প্রধানের কার্যালয়ে গিয়েছেন ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাস। এর আগে শনিবার (৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়েছিলেন অপু। সেখানে প্রায় ৩০ মিনিট অতিবাহিত করে ৯টার দিকে বেরিয়ে যান তিনি। বিষয়টি ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়াও স্বীকার করেছেন।

Apu Biswas : জানা গেলো অপু বিশ্বাসের ডিবি কার্যালয়ে যাওয়ার আসল কারণ
Apu Biswas : জানা গেলো অপু বিশ্বাসের ডিবি কার্যালয়ে যাওয়ার আসল কারণ


তিনি গণমাধ্যমকে বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। আমাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই তিনি থানায় এসেছেন। প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অতিবাহিত করে চলে গেছেন।’

Apu Biswas : জানা গেলো অপু বিশ্বাসের ডিবি কার্যালয়ে যাওয়ার আসল কারণ
Apu Biswas : জানা গেলো অপু বিশ্বাসের ডিবি কার্যালয়ে যাওয়ার আসল কারণ


কিন্তু অপু বিশ্বাস হঠাৎ থানা ও ডিবি কার্যালয়ে ছোটায় প্রশ্ন উঠেছে, কেন তিনি প্রসাশনের দ্বারস্থ হচ্ছেন? ডিবি সূত্রে জানা গেছে, সাইবার সংক্রান্ত সহযোগিতার জন্যই সেখানে গেছেন অপু বিশ্বাস। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে ডিবি প্রধান ডিআইজি হারুন অর রশিদ জানান, সাইবার বুলিং থেকে বাঁচতে ডিবিতে সহযোগিতা চেয়েছেন অপু বিশ্বাস।



তবে অপু বিশ্বাস সাইবার বুলিংয়ের পাশাপাশি তার প্রযোজনার সিনেমা ‘লাল শাড়ি’র পাইরেসির কথা বললেন। ডিবি কার্র্যালয় থেকে বেড়িয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছিলাম। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং অনেক বেড়ে গেছে। সাইবার বুলিংয়ের কথা আমি ডিবিতে অবগত করতে এসেছি। আমি এর বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। তবে কার বা কোন পেজের বিরুদ্ধে অভিযোগ তা এখনই বলতে চাইছি না। আমি তো অভিযোগ দিয়েছি। ডিবির সাইবার ক্রাইমে যারা আছেন, তারা আমাকে আশ্বস্ত করেছেন।’



এদিকে, একটি স্থিরচিত্র আমাদের হাতে এসেছে। যেখানে দেখা গেছে ডিবি কার্যালয়ে ডিআইজি হারুন অর রশিদের সঙ্গে এক টেবিলে খাবার খাচ্ছেন অপু বিশ্বাস। সেখানে তাকে হাস্যোজ্জল অবস্থায় দেখা গেছে।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url