Amitabh Bachchan : ভারতের চন্দ্রযান নিয়ে অমিতাভ বচ্চনের কবিতা

Amitabh Bachchan : ভারতের চন্দ্রযান নিয়ে অমিতাভ বচ্চনের কবিতা
Amitabh Bachchan : ভারতের চন্দ্রযান নিয়ে অমিতাভ বচ্চনের কবিতা


ভারতের চন্দ্রযান নিয়ে অমিতাভ বচ্চনের কবিতা


বলিউড প্রতিবেদক: ভারতের চন্দ্রযানের চাঁদে সফল অবতরণ দেশটির জন্য গর্বের। চন্দ্রযান ৩ এর বিক্রম ল্যান্ডার সফলভাবে অবতরণের পর গোটা বিশ্ব ভারতের প্রশংসা করেছে। বলিউড সেলিব্রিটিরাও এ নিয়ে খুব খুশি, তাদের নিজস্ব স্টাইলে তা উদযাপন করছেন। সুপারস্টার অমিতাভ বচ্চন দেশের বিজ্ঞানীদের সংগ্রামের প্রশংসা করে একটি কবিতাও পড়েন তৈরি করে ফেলেছেন।

অমিতাভ বচ্চন তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাকে কবিতাটি আবৃত্তি করতেও দেখা গেছে। কবিতার বাংলা দাড়ায় অনেকটা এমন-

‘এই দেশ এমন সুন্দর ভাবে সেজে থাকে, যেমন করে বধূর রুপ বদলায়। এই নতুন প্রতিশ্রুতি, অভিপ্রায়, শপথ। এই পরিশ্রম, এই বিশ্বাস নিজের প্রতি। এই এই, এই সোনার ভারত। বাতাসে দক্ষতা আছে, বাতাসে আয়ত্ত আছে। যখন আমরা চাঁদের গায়ে লিখেছি জয় হিন্দুস্তান, তখন গর্বিত হয়েছে আমাদের মাতৃভূমি।’ 

অমিতাভ কবিতায় আরও বলেন, ‘এই পরিবর্তনের শহরের তরঙ্গ। দেশের প্রচেষ্টায় সাজানো স্বপ্ন। দেখাও, বল তুমিও কম নও। এখানে বিজয়ের পতাকা উত্তোলন করতে হবে। তুমি যেখানে দাঁড়িয়ে সেখান থেকেই শুরু করো। তুমি ভারতকে সকলের শিক্ষক বানাও। অমর, ধ্রুব, সেই অমলিন গল্প, যার গায়ে লেখা আছে জয় হিন্দুস্তান, লেখা আছে জয় হিন্দুস্তান। জয় হিন্দ।’

হাঙ্গামা/তনুশ্রী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url