SWIFF : যুক্তরাষ্ট্রের ফ্যাস্টিভ্যালে বাংলাদেশের ‘দ্যা কিল’ ও ‘ছোট বোন’

SWIFF : যুক্তরাষ্ট্রের ফ্যাস্টিভ্যালে বাংলাদেশের ‘দ্যা কিল’ ও ‘ছোট বোন’
SWIFF : যুক্তরাষ্ট্রের ফ্যাস্টিভ্যালে বাংলাদেশের ‘দ্যা কিল’ ও ‘ছোট বোন’


যুক্তরাষ্ট্রের ফ্যাস্টিভ্যালে বাংলাদেশের ‘দ্যা কিল’ ও ‘ছোট বোন’


ফ্যাস্টিভ্যাল প্রতিবেদক : শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে গত দুবছর ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে ‘স্টুডেন্ট ওয়ার্ল্ড ইমপ্যাক্ট ফিল্ম ফ্যাস্টিভ্যাল’। বরাবরের মতো এবছরও শুরু হতে যাচ্ছে এই আয়োজন। আগামী ১২ জুন এই উৎসবের পর্দা উন্মোচন হবে, যা শেষ হবে ২৬ জুন। আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের তরুণ নির্মাতা এইচ আর হাবিবের দুটি ছবি স্থান পেয়েছে। সিনেমা দুটি হলো, ‘ছোট বোন’ এবং ‘দ্যা কিল’। হাবিবের এই ছবি দুটি ৯ জুন ‘লিফট অব গ্লোবাল নেটওয়ার্ক’ আয়োজিত ‘লিফট অব ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এর জন্যও মনোনিত হয়েছে।

উইংস প্রোডাকশন প্রযোজিত এই দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতা হাবিব বলেন, ‘আমেরিকার মতো জায়গায় এতো বড় ফিল্ম ফেস্টিভালে আমার ছোট্ট কাজ দুটি সিলেক্টেড হয়েছে। এতে আমি খুবই আনন্দিত। এই অনুপ্রেরণা আমাকে সামনের কাজে অনেক অনুপ্রেরণা জোগাবে। 

তিনি আরো জানান, ‘ছোট বোন’ চলচ্চিত্রটি কিছুদিন পর দেশের একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। হাবিব এর আগে বেশ কিছু মিউজিক ভিডিও নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার দেশ বতসওয়ানায় সেখানের চলচ্চিত্রে প্রধাণ সহকারূ পরিচালক হিসেবে কাজ করছেন।

হাঙ্গামা/রাসেল
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url