Swastika Mukherjee : যৌন হেনস্থা তুচ্ছ নয়, এর ক্ষমা নেই
![]() |
Swastika Mukherjee : যৌন হেনস্থা তুচ্ছ নয়, এর ক্ষমা নেই |
যৌন হেনস্থা তুচ্ছ নয়, এর ক্ষমা নেই: স্বস্তিকা
টালিউড প্রতিনিধি: পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘শিবপুর’ সিনেমার ট্রেলার মুক্তির দিনেই মাথাচাড়া দিয়ে উঠলো বিতর্ক। যদিও বিতর্কটার শুরু কয়েকদিন আগেই। সেসময় প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন স্বস্তিকা। পরে পরিচালকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন প্রযোজক। আর ১৩ জুন (মঙ্গলবার) ছবির ট্রেলার মুক্তির দিন ফের বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী।
স্বস্তিকা তার ফেসবুক পোস্টে লেখেন, ‘শিবপুরের ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আমি যাব কিনা, এটা জানতে বেশকিছুদিন ধরেই বহু সাংবাদিক বন্ধুরা আমায় ফোন করছিলেন। আমি বলেছি আমি ট্রেলার লঞ্চে যাব না। এটাই স্বাভাবিক, প্রথমত আমি কলকাতায় নেই, আর কলকাতায় থাকলেও আমি যেতাম না। যদি কেউ এটা নিয়ে অন্য তথ্য বলে থাকেন, তাহলে মিথ্যে বলছেন।’
তিনি আরও লেখেন, ‘যৌন হেনস্থা কোনও তুচ্ছ ঘটনা নয়। এর কোনও ক্ষমা নেই। প্রযোজকরা মনে করতেই পারেন, সবকিছু ঠাণ্ডা হয়ে গেছে, ঠিকঠাক আছে, কিন্তু একেবারেই না। তবে শিবপুর আমার ছবি, ট্রেলার অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ।’
উল্লেখ্য, ‘শিবপুর’ ছবির প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে স্বস্তিকার অভিযোগ ছিল সন্দীপ তার কোনো এক বন্ধুর মেইল আইডি থেকে নগ্ন ছবি পাঠান অভিনেত্রীকে। এরপর হুমকি দেওয়া হয়, প্রযোজকের কথা মতো কাজ না করলে সেই ছবি ভাইরাল করা হবে। এরপরই সেই ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা