Sohel Chowdhury : চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার সাক্ষ্যগ্রহণ ১৬ জুন

Sohel Chowdhury : চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার সাক্ষ্যগ্রহণ ১৬ জুন
Sohel Chowdhury : চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার সাক্ষ্যগ্রহণ ১৬ জুন


চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার সাক্ষ্যগ্রহণ ১৬ জুন


বিশেষ প্রতিবেদক : প্রায় ২৫ বছর আগে গুলি করে হত্যা করা হয় ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরীকে। কিন্তু এতদিনেও নিষ্পত্তি হয়নি তার হত্যা মামলার। আগামী ১৬ জুন নতুন করে এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩১ মে) মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এ দিন হত্যা মামলার কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক আলী আহমেদ সাক্ষ্য গ্রহণের জন্য নতুন এ দিন ধার্য করেন। চিত্রনায়কের এই হত্যা মামলায় এখন পর্যন্ত ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহীনুর আলম।

হত্যা মামলার আসামিরা হলেন- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, ব্যবসায়ী আব্দুল আজিজ ওরফে আজিজ মোহাম্মদ ভাই, তারেক সাঈদ মামুন, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন, ফারুক আব্বাসী, আদনান সিদ্দিকী, দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী।

মামলার অভিযোগে বলা হয়, হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর ঝামেলা হয়। এর প্রতিশোধ নিতেই অভিনেতাকে হত্যা করা হয়। ঘটনার রাতে সোহেল তার বন্ধুদের নিয়ে ট্রাম্পস ক্লাবে ঢোকার চেষ্টা করলে তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে রাত আড়াইটার দিকে সোহেল চৌধুরীর আবারও ঢোকার চেষ্টা করেন। তখন অভিনেতাকে লক্ষ্য করে গুলি চালান ইমন, মামুন, লিটন, ফারুক ও আদনান।

হাঙ্গামা/মৃদুলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url