Sariful Razz : মামলা করলে ভালো, আসল কালপ্রিট বেরিয়ে আসবে
Sariful Razz : মামলা করলে ভালো, আসল কালপ্রিট বেরিয়ে আসবে |
মামলা করলে ভালো, আসল কালপ্রিট বেরিয়ে আসবে : রাজ
ঢালিউড প্রতিবেদক : অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত সোমবার (২৯ মে) দিবাগত রাতে তিন অভিনেত্রী- তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁসের ঘটনা ঘটে। যা মুহূর্তেই পরিণত হয় টক অব দ্যা কান্ট্রিতে। এ নিয়ে নাজিফা তুষির কোনো বক্তব্য পাওয়া না গেলেও সামাজিকমাধ্যম ও গণমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন সুনেরাহ ও তানজিন তিশা।
এসব ছবি ও ভিডিও প্রকাশের ঘটনার প্রতিক্রিয়ায় সুনেরাহ নিজের ফেসবুকে বলেছেন, ‘রাজ আমার বন্ধু। তার বিরুদ্ধে আমি মামলা করতে না চাইলেও আমার পরিবার থেকে মামলা করতে চায়। কারণ, এ ঘটনায় শুধু আমি নিজে নই, পরিবারও ভুক্তভোগী।’
এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে ঘটনার দুদিন পর তানজিন তিশা তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনিও বলছেন, দেশে ফিরেই আইনি পদক্ষেপ নিবেন।
এ প্রসঙ্গে শুক্রবার (২ জুন) এক গণমাধ্যমের শরিফুল রাজ বলেন, ‘প্রথম দিনই এ বিষয় নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, তাদের মতো করে বিষয়টি নিয়ে কাজ করছেন। সত্য কথা কী, বিষয়টি নিয়ে আমি নিজেই বিব্রত। আমি চাই, সত্য বেরিয়ে আসুক। তা না হলে শুধু ভুক্তভোগীরা নয়, দেশের মানুষ আমাকেও ভুল বুঝছে।’
বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে ভুক্তভোগীরা আপনার বিরুদ্ধেই মামলা করার কথা বলছেন। এ ব্যাপারে কী বলবেন? এমন এক প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘তারা তো হেনস্তার স্বীকার, ভুক্তভোগী। মামলা করতেই পারে। তাছাড়া মামলা করলে ভালো হবে। মামলা হওয়ার পর তদন্ত হবে। তদন্তে আসল ঘটনা বের হয়ে আসবে। মামলা করলেই আসল কালপ্রিট কে, তা জাতি জানতে পারবে।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় আমাকে জেলে যাওয়া লাগলে আমি যাব। তবে আমি বলতে চাই, আমি কোনো অন্যায় করিনি। যেহেতু আমার আইডি থেকে এটি প্রকাশিত হয়েছে, আমার নামেই মামলা হবে, এটাই স্বাভাবিক। এ মামলাকে স্বাগত জানাই। কারণ, মামলা হলে তদন্ত হবে। আমার ফোন সিজ করবে। কে আপ করেছে, কারা কারা জড়িত ছিল, কোন লোকেশন থেকে এটি প্রকাশ করা হয়েছে, সব বের হওয়া সম্ভব।’
তবে পুরো বিষয়টি নিয়ে ঘুরেফিরে চিত্রনায়িকা পরীমণির নাম এলেও তার সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি নন রাজ। তিনি বলেন, ‘সে আমার স্ত্রী, আমার বাচ্চার মা। তাকে নিয়ে আমি কোনো বাজে মন্তব্য করব না।’
হাঙ্গামা/মৃদুলা