Sarat Chandra : মুক্তি পাচ্ছে শরৎচন্দ্রের ‘দত্তা’
Sarat Chandra : মুক্তি পাচ্ছে শরৎচন্দ্রের ‘দত্তা’ |
মুক্তি পাচ্ছে শরৎচন্দ্রের ‘দত্তা’
টালিউড প্রতিবেদক : প্রখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দত্তা’ নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু সিনেমা নির্মিত হয়েছে। ১৯৫১ সালে এ উপন্যাস অবলম্বনে পরিচালক সৌমেন মুখার্জি নির্মাণ করেন সিনেমা। এতে বিজয়া চরিত্রে অভিনয় করেন সুনন্দা দেবী। ১৯৭৬ সালে অজয় কর নির্মাণ করেন আরেকটি সিনেমা। এতে বিজয়া চরিত্রে অভিনয় করেন মহানায়িকা সুচিত্রা সেন। এ উপন্যাস অবলম্বনে এবারের নির্মিত সিনেমাটি নির্মল চক্রবর্তীর। এ সিনেমায় বিজয়া চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এটি ১৬ জুন মুক্তি পাবে।
এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘সুচিত্রা সেন বা সুনন্দা দেবী দত্তা করেছেন। সুনন্দা দেবীর ‘দত্তা’-র সময় আমার জন্মই হয়নি। সুচিত্রা সেনের ‘দত্তা’-এর সময়ে আমি একেবারেই ছোট ছিলাম। আমার মনেও নেই, পরে দেখেছি। তিনি মহানায়িকা, নমস্য ব্যক্তি। তার সঙ্গে তুলনাও ধৃষ্টতা।’
তিনি আরও বলেন, ‘একটা চিরন্তন উপন্যাস ‘দত্তা’। এর যে বিষয় এবং বিজয়ার চরিত্র অত্যন্ত প্রাসঙ্গিক, সেই সময় থেকে এই সময়েও। সেই সমাজেও কিন্তু বিজয়ার চরিত্র স্বতন্ত্র। একটা ফিউডাল সোসাইটিতে কীভাবে নিজের জায়গা করে, একজন নারীর ভয়েস অনেক দূর যেতে পারে, সেই দিনে দাঁড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। পুরো ফিউডাল সোসাইটি এবং ব্রাহ্মসমাজের বিপ্রতীপে গিয়ে সে নিজের ব্যক্তিসত্তাকে প্রতিষ্ঠিত করেছিল। আমার কাছে ‘দত্তা’ চিরকালীন।’
প্রসঙ্গত, সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, জয় সেনগুপ্ত, সাহেব চ্যাটার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবলীনা কুমার, প্রদীপ মুখার্জি প্রমুখ।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা