Salman Muqtadir : সালমান-দিশার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
![]() |
Salman Muqtadir : সালমান-দিশার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল |
সালমান-দিশার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
নাট্যাঙ্গন প্রতিবেদক: ইউটিউবার সালমান মুক্তাদির ও দিশা ইসলাম বিয়ে করেছেন কিছুদিন আগেই। যা সামাজিক মাধ্যমে ব্যপক আলোচনার জন্ম দেয়। কারণ দিশা আগে থেকেই ছিলেন বিবাহিত এবং সে সংসারে রয়েছে তার দুটি সন্তান। অপরদিকে সালমান আগে থেকে বিবাহিত না থাকলেও নারী ঘটিত অনেক ঘটনায় জড়িয়েছিলেন তিনি। যা নেটদুনিয়ার নিতিপুলিশদের চর্চার খোরাক জুগিয়েছে।
যদিও সালমান ও দিশা বলেছেন, বিয়ের মতো সিদ্ধান্তে পৌঁছতে মানসিকভাবে খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন তারা। বিয়ের পূর্বের প্রতিবন্ধকতার বিষয়ে গণমাধ্যমে সালমান মুক্তাদির বলেছিলেন, ‘আসলে আমাকে যে যুদ্ধ করতে হয়েছে বিষয়টা তেমন না, ওকেই (দিশা) বেশি যুদ্ধ করতে হয়েছে। পূর্বে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। কোনোভাবেই যোগাযোগ করতে পারত না। আমিও কনফিউশনে ছিলাম। আমার অতীত নিয়ে বিশ্বাসযোগ্যতার একটা বিষয় ছিল। তাই আমিও বুঝতেছিলাম না। শেষমেশ প্ল্যান হলো, সব কিছু ছেড়েছুড়ে সে আমার কাছে চলে আসবে।’
সংসার শুরু করতে নিজেদের সেক্রিফাইস প্রসঙ্গে এই ইউটিউবার বলেছিলেন, ‘আমাকে তেমন কিছুই ছাড়তে হয়নি, শুধু অতীতের বিষয়গুলো ছাড়া। কিন্তু ওকে সব ছাড়তে হয়েছে। ওর লাইফে এমন কিছু নেই যে ও ছেড়ে আসেনি। শুধু আমি কেন, কেউই ওকে প্রোপার ট্রিটমেন্ট দেওয়ার যোগ্যতা রাখে না। তার পরও সব কিছু ছেড়ে আসছে, এটার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।’
তবে বিয়ের পর দুজনই আনন্দময় সময় পার করছেন। আর তা তাদের সোশ্যাল হ্যান্ডেলে স্পষ্ট বোঝা যায়। বিয়ের পর সামাজিক মাধ্যমে তেমন একটা পোস্ট করেননি দিশা ইসলাম। তিনি ফেসবুকে প্রথম পোস্টটি করেছিলেন নিজের দুই সন্তানের সঙ্গে সালমানের খুনসুটির কিছু মুহূর্ত। আর দ্বিতীয় পোস্টটি করলেন মঙ্গলবার (১৩ জুন) বিকেলে। সেখানে নিজেদের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আপলোড করেছেন দিশা। যা রিতীমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই ভিডিওতে দেখা যায়, সালমানকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন তিনি। সালমানও প্রত্যুত্তর দিচ্ছেন। দিশার পোস্ট করা ভিডিওতে নানান প্রতিক্রিয়াও জানাচ্ছেন নেটিজেনরা।
হাঙ্গামা/তাজিন