Rozina : আসছে রোজিনার প্রথম ছবি ‘ফিরে দেখা’

Rozina : আসছে রোজিনার প্রথম ছবি ‘ফিরে দেখা’
Rozina : আসছে রোজিনার প্রথম ছবি ‘ফিরে দেখা’


আসছে রোজিনার প্রথম ছবি ‘ফিরে দেখা’


ঢালিউড প্রতিবেদক: দেশের খ্যাতিমান অভিনেত্রী রোজিনা অভিনয় ও প্রযোজনার অভিজ্ঞতা নিয়ে প্রথমবারের মতো সরকারি অনুদানের অর্থায়নে পরিচালনা করেছেন নতুন ছবি ‘ফিরে দেখা’। যেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। জানা গেছে, ১৬ই জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমাটি। নিজের পরিচালনার প্রথম ছবির মুক্তিকে কেন্দ্র করে আগের মতো গণমাধ্যমের সামনে আসছেন রোজিনা। শেয়ার করছেন পরিচালনার অভিজ্ঞতা।

চিত্রনায়িকা রোজিনার উত্থান ১৯৭৬ সালে এফ কবির পরিচালিত ‘জানোয়ার’ সিনেমার মাধ্যমে। যদিও এ সিনেমায় ছোট একটি চরিত্রে দেখা যায় তাকে। অবশ্য এর পরের বছরই একই পরিচালকের ‘রাজমহল’ নামের ছবিতে ‘রাজনন্দিনী’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একে একে অভিনয় করেছেন তিনশতাধিক সিনেমায়। এরপর নাম লিখিয়েছেন প্রযোজনায় এবং সর্বশেষ পরিচালনায়।

প্রথম পরিচালনার অনুভূতি ব্যক্ত করে রোজিনা বলেন, ‘প্রথমেই অনুদান কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও অনুদানের সকল নিয়মনীতি অনুসরণ করে ‘ফিরে দেখা’ নির্মাণ করেছি। আমার সবচেয়ে বড় আত্মতৃপ্তি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে নির্মিত সিনেমাটি নির্দেশনা দিতে পেরে।’

অভিনয়শিল্পীদের শিডিউল ফাঁসানোর প্রশ্নে রোজিনা বলেন, ‘টি বয় থেকে শুরু করে শিল্পীরা, সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা অফুরন্ত সহযোগিতা করেছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।’ 

সহ-শিল্পীদের অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘নিরব তো শুধু বাংলাদেশের নয়, কলকাতার ছবিতেও কাজ করছে। তার বিনয়ও আমাকে মুগ্ধ করেছে। আর স্পর্শিয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। খুব ভালো অভিনয় করেছে সে। তারা আমার প্রত্যাশার চেয়েও ভালো করেছে।’

তিনি আরো বলেন, ‘আমি তরুণ প্রজন্মকে অনুরোধ করবো পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে সিনেমাটি দেখার। এ সিনেমায় আপনারা বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা দেখতে পাবেন। জানতে পারবেন সেই সময় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের গল্প।’

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ী এলাকার একটি ঘটনাকে অবলম্বন করে ‘ফিরে দেখা’ ছবির চিত্রনাট্য লিখেছেন রোজিনা নিজেই। এ ছবিতে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়া প্রমুখ।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url