Raihan Rafi : ‘সুরঙ্গ’র বিরুদ্ধে মিউজিক চুরির অভিযোগ, যা বললেন রাফী

Raihan Rafi : ‘সুরঙ্গ’র বিরুদ্ধে মিউজিক চুরির অভিযোগ, যা বললেন রাফী
Raihan Rafi : ‘সুরঙ্গ’র বিরুদ্ধে মিউজিক চুরির অভিযোগ, যা বললেন রাফী


‘সুরঙ্গ’র বিরুদ্ধে মিউজিক চুরির অভিযোগ, যা বললেন রাফী


ঢালিউড প্রতিবেদক: নির্মাতা রায়হান রাফীর বিরুদ্ধে মিউজিক চুরি বা নকলের অভিযোগ পুরোনো। এর আগে ওয়েব ফিল্ম ‘নিঃশ্বাস’র টাইটেল ট্রাকের মিউজিক চুরির অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে। তখন এই নির্মাতা বলেছিলেন, তিনি মূল মিউজিকটি থেকে অনুপ্রানিত হয়ে এটি নির্মাণ করেছেন। এবার আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুরঙ্গ’-র বিরুদ্ধেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের অভিযোগ উঠেছে।

আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি নির্মিত চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির একটি ভিডিও ক্লিপ। সেখানে ছবির কয়েকটি দৃশ্য উঠে এসেছে। নিশোকেও দেখা গেছে ভিন্ন ভিন্ন রুপে। ১ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটি নেটিজেনদের প্রশংসাও পাচ্ছে। কিন্তু বিতর্ক শুরু হয়েছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছেন, এই মিউজিকটি নকল। তারা দাবিকে শক্ত করতে মূল মিউজিকের ইউটিউব লিংকসহ পোস্ট-কমেন্ট করছেন বিভিন্ন পেজ ও গ্রুপে। 

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ‘এই যুগেও মানুষ এতটা বোকা হয় কেমন করে! আমি চাইলেও তো এখন অন্যের মিউজিক চুরি করতে পারবো না। কেউ সেটা বের করার আগে ফেসবুক ইউটিউবই আমাকে ক্লেইম দেবে। এমনকি আমার কনটেন্টটিও গিলে ফেলতে পারে। মামলা মকদ্দমা জরিমানা অভিযোগ তো পরের বিষয়। ফলে আমি যা করেছি, সহি পদ্ধতিতেই করেছি। চুরি ভেবে কারও খুশি হওয়ার সুযোগ নেই।’

তিনি আরও জানান, এই ট্র্যাকটি তার ছবির প্রোডাকশন হাউজ আলফা আই আন্তর্জাতিক একটি মিউজিক প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক ব্যবহারের জন্য কিনে নিয়েছে।

উল্লেখ্য, এ ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার বড় তারকা আফরান নিশোর। এর কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন তিনি। এখানে তাকে দেখা যাবে একজন খনি শ্রমিকের চরিত্রে। তার বিপরীতে আছেন অভিনেত্রী তমা মির্জা।

হাঙ্গামা/মিথিলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url