Naseeruddin Shah : ফিল্মফেয়ার পুরস্কার দিয়ে বাথরুমের হাতল বানিয়েছেন নাসিরুদ্দীন

Naseeruddin Shah : ফিল্মফেয়ার পুরস্কার দিয়ে বাথরুমের হাতল বানিয়েছেন নাসিরুদ্দীন
Naseeruddin Shah : ফিল্মফেয়ার পুরস্কার দিয়ে বাথরুমের হাতল বানিয়েছেন নাসিরুদ্দীন


ফিল্মফেয়ার পুরস্কার দিয়ে বাথরুমের হাতল বানিয়েছেন নাসিরুদ্দীন


বলিউড প্রতিবেদক: ভারতের জীবন্ত কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দীন শাহের কাছে কোনওদিনই অ্যাওয়ার্ডের কোন গুরুত্ব ছিলনা। এমনকী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে তিনি ব্যবহার করেছেন তার ফার্ম হাউজের বাথরুমের দরজার হাতল হিসাবে। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই।

এক সাক্ষাৎকারে নাসিরুদ্দীন শাহর কাছে ফিল্মফেয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চাওয়া হলে উত্তরে তিনি বলেন, তার কাছে পুরস্কারের কোনও মূল্য নেই, ‘ওগুলো লবিংয়ের ফসল’। তার এমন সোজাসাপ্টা মন্তব্য ইঙ্গিত করে বলিউের অন্দরের নোংরা রাজনীতির দিকে।

ওই সাক্ষাৎকারে নাসিরুদ্দীন বলেন, ‘যে অভিনেতা একটা চরিত্র ফুটিয়ে তুলতে জান-প্রাণ ঢেলে দেন, তিনি নিঃসন্দেহে ভালো অভিনেতা। প্রায় সব শিল্পীই এমনটা করেন। যদি সবার মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয়, আর বলা হয় ইনি সেরা, তাহলে সেটা কি ঠিক? আমার মনে হয় না। আমি ওই অ্যাওয়ার্ডগুলো নিয়ে গর্বিত নই। আমি তো শেষ দুটো পুরস্কার গ্রহণ করতেও যাইনি। আমি যখন খামারবাড়ি বানানোর সিদ্ধান্ত নিই, তখন সেই অ্যাওয়ার্ডগুলো ওখানে রাখার ব্যবস্থা করি। যারাই ওয়াশরুমে যাবে তারা দুটো অ্যাওয়ার্ড হাতে পাবে, কারণ ফিল্মফেয়ারের দুটি পুরস্কার বাথরুমের দরজার হ্যান্ডেলে লাগানো আছে।’

তিনি আরো বলেন, ‘আমার কাছে ওই সব ট্রফির কোনো মূল্য নেই। এসব অ্যাওয়ার্ড আয়োজনে কেউ তার কাজের জন্যই পুরস্কৃত হয় তেমনটা নয়। একটা সময় যখন পুরস্কার ত্যাগ করা শুরু করলাম, তারপর এলো পদ্মশ্রী আর পদ্মভূষণ সম্মান। সেই মুহূর্তে মনে পড়েছিল আমার প্রয়াত বাবার কথা। রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিজেকে প্রশ্ন করেছিলাম, বাবা কি আজ এইগুলো দেখছে কোথাও থেকে? সেদিন মনে হয়েছিল উনি নিশ্চয় গর্বিত। ওই পুরস্কার পেয়ে আমি সম্মানিতবোধ করেছিলাম। তবে ওই ফিল্মি অ্যাওয়ার্ডে আমার আস্থা নেই।’

উল্লেখ্য, এখনও পর্যন্ত নিজের ফিল্মি কেরিয়ারে ৩টি জাতীয় পুরস্কার পেয়েছেন নাসিরুদ্দিন শাহ। ‘পার’, ‘স্পর্শ’, ‘ইকবাল’ ছবির জন্য এই সম্মান অর্জন করেন তিনি। এছাড়াও তার ঝুলিতে রয়েছে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার। ‘আক্রোশ’, ‘মাসুম’, ‘চক্র’র মতো ক্লাসিক ছবির জন্য এই পুরস্কারে সম্মানিত হন নাসিরুদ্দিন।

হাঙ্গামা/তনুশ্রী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url